চরফ্যাসনে শশুরের দোকানভিটা ভাড়া নিয়ে জবর দখলে জামাতা
লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগি পরিবার


চরফ্যাসনের শশীভূষণ থানার চেয়ারম্যান বাজারে শশুরের কোটি টাকা দামের  দোকানভিটা ভাড়া নিয়ে এখন জবর দখল করেছেন জামাতা  ও হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল কামাল । শশুড় মৌলভী আশরাফ আলীর মৃত্যুর পরপরই ভাড়াঘরটি নিজের বলে দাবী করে জবর দখল করেছেন জামাতা। এ নিয়ে স্থানীয় সালিশ সিদ্ধান্ত এবং  চরফ্যাসন সিনিয়র সহকারী জজ আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করছেন আবুল কালাম। বুধবার চরফ্যাসন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মৌলভী আশ্রাফ আলীর পরিবার। দোকানঘর দখল নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। বিরাজ করছে সহিংসতার শংকা।
ভুক্তভোগি পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোলাম ফারুক অভিযোগ করেন, হাজারীগঞ্জ মৌজায় জে,এল নং ৯৫ খতিয়ন নং ১ এসএ দাগ নং ২৫২৭ দিয়ারা ৭৪৬৪ দাগে এই জমি চেয়ারম্যান বাজার মসজিদের দখল ও মালিকানায় ছিল। মসজিদ উন্নয়নের জন্য ১৯৭৬ সনে ২ হাজার টাকায় এই জমি তৎকালিন বাজার পরিচালনা কমিটি মৌলভী আশরাফ আলীকে সরেজমিনে দখল বুঝিয়ে দেনভ। মৌলভী আশরাফ আলী সেখানে দোকানভিটা তৈরী করে দীর্ঘদিন কাপড়ের ব্যবসা করেন। ২০১১ সনে মৌলভী আশরাফ আলীর মৃত্যুর পর তার ছেলেরা দোকানঘরটি ভগ্নিপতি আবুল কালাম মেম্বারকে ভাড়া দেন। সম্প্রতি আবুল কালাম মেম্বার ভাড়ার টাকা পরিশোধে অস্বীকৃতি জানান এবং দোকানঘরটি নিজের দাবী করে চরফ্যাসন সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। দুই বছর ধরে চলমান এই মামলা  দো-তরফা শুনানী শেষে ২০০১ সনে বাদি আবুল কালাম মেম্বারগংদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ আদালত মামলাটি খারিজ করেন। ফলে মৌলভী আশরাফ আলীর ছেলে-মেয়েরা কোটি টাকার এই সম্পত্তি বুঝে পেতে স্থানীয় মান্যগন্যসহ প্রশাসনের দ্বারে ধর্ণা দিচ্ছেন। এদিকে জবর দখল অন্যদিকে বুঝে নেয়ার এই দ্বিমুখী তৎপরতার মধ্যে উভয়পক্ষে উত্তেজনা বড়ছে। ফালে কোটি টাকার দোকানভিটা নিয়ে যেকোন সময় রক্তাক্ত সহিংসতার আশংকা করছে স্থানীয় ব্যবসায়ীরা।

বাবুগঞ্জে মাসব্যাপী আওয়ামীলীগের শোক কর্মসূচি ঘোষনা
চেয়ারম্যান পদে ৭ জন
চরফ্যাসনে ডেঙ্গু আতংকের পাশাপাশি বাড়ছে আক্রান্ত সংখ্যা
চরফ্যাসনে করোনা আক্রান্ত সন্দেহে ৬ জনের নমুনা সংগ্রহ
বাবুগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ শুরু
হিলিতে ১শ পরিবারের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ
সাংবাদিক নজরুল হক অনুর মায়ের মৃত্যুতে চরফ্যাসন প্রেসক্লাব ও বিওজেএ’র চরফ্যাসন শাখার শোক প্রকাশ
সাংবাদিক মামুনের ওপর হামলা চরফ্যাসন প্রেসক্লাবের নিন্দা
ভোলার মনপুরায় রেডক্রিসেন্ট সোসাইটি ত্রান বিতরণ
ভোলায় বঙ্গবন্ধু আন্তঃ উপজেলা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে দৌলতখান প্রেসক্লাব ১-০ গোলে জয়