এনামুল হক শামীমের পক্ষে নড়িয়া-সখিপুরে  জাতীয় শোক দিবস পালিত

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের পক্ষ থেকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ও সখিপুর থানার সকল পৌরসভা, সকল ইউনিয়ন, ওয়ার্ড, স্থানীয় বাজার সহ বিভিন্ন এলাকায় ব্যাপক কর্মসূচির (র‌্যালী, আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজ) মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।


এতে নড়িয়া উপজেলা, নড়িয়া পৌরসভা, রাজনগর, ভোজেশ^র, জপসা, নওপাড়া, চরআত্রা, ডিঙ্গামানিক, ঘড়িষার, কেদারপুর, চামটা, ফতেজঙ্গপুর, বিঝারী, মোক্তারের চর, ভূমখাড়া, নশাসন এবং সখিপুর থানার সখিপুর, চরভাগা, ডিএম খালী, উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া, কাচিকাঁটা, চরসেনসাস, চরকুমারিয়া, আরশিনগর সকল ইউনিয়নে ওয়ার্ড, স্থানীয় বাজার সহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।


এসব কর্মসূচির সার্বিক দায়িত্ব পালন করেন, আওয়ামীলীগ সমর্থিত নৌর্কা মাকায় নির্বাচিত পৌর মেয়র, উপজেলা ভাইস- চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, ওই এলাকার জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নড়িয়ার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব বেপারী, নড়িয়া পৌরসভার কামরুজ্জামান মানিক সরদার, মাস্টার জসিম উদ্দিন, মুজাম্মেল হক মোল্যা, সামসুজ্জোহা রতন, ইউনুস সরকার, সাবেক চেয়ারম্যান শাহজালাল মাল, জেলা পরিষদের সদস্য কহিনুর সুলতানা দোলা, আনোয়ার হোসেন বালা, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আউয়াল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার আহম্মেদ তকি, আওয়ামীলীগ নেতাদের মধ্যে টুকু বেপারী, দেলোয়ার মাঝি, ইমাম হোসেন দেওয়ান সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বাবুগঞ্জে মাসব্যাপী আওয়ামীলীগের শোক কর্মসূচি ঘোষনা
খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে বিএনপির মানববন্ধন
চরফ্যাসনে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর উপর হামলা॥ হামলাকারীরা আটক
চরফ্যাসনে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত
চরফ্যাসনের দুলারহাট জামে মসজিদে এমপি জ্যাকরেব ১০লাখ টাকা অনুদান
চরফ্যাসনে দুই পুলিশ উপ-পরির্দশকের করোনা সনাক্ত
সাংবাদিক মামুন স্বপরিবারে করোনা মুক্ত, কৃতজ্ঞতা প্রকাশ
ভোলার শশীভূষণ থানার ২ পুলিশসদস্য প্রত্যাহার
চরফ্যাসনের দক্ষিণ আইচায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
চরফ্যাসনে প্রবাসী পরিবারকে মিথ্যা মামলায় হয়রানি, নিজ বাড়িতেই অবরুদ্ধ প্রবাসীর পরিবার