শেষবারের মতো জন্মভূমি বানারীপাড়ায় গোলাম সারওয়ার
দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের নামাজে জানাজা তার জন্মভূমি বরিশালের বানারীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের নামাজে জানাজা তার জন্মভূমি বরিশালের বানারীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে।

গোলাম সারওয়ারের জানাজায় অংশ নেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন বীরবিক্রম, বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু প্রমুখ।  এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়ার পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল

 


সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বাধীনতা পুরস্কার পাওয়া এই সাংবাদিক।

বুধবার দুপুরে বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।


এর আগে দুপুর সোয়া ২টায় হেলিকপ্টারে তার মরদেহ বানারীপাড়ায় আনা হয়।


এসময় তাকে গার্ড অব অনার দেওয়া হয় খ্যাতিমান এই সাংবাদিককে। পরে বরিশালের রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতারা তার মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন

মরদেহের সঙ্গে ছিলেন গোলাম সারওয়ারের ভাই গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জু।


জানাজা শেষে পুনরায় হেলিকপ্টারে গোলাম সারওয়ারের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়।


আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় গোলাম সারওয়ারের মরদেহ নিয়ে আসা হবে তার প্রিয় কর্মস্থল সমকাল কার্যালয়ে। এখানে সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে পার্শ্ববর্তী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।


এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সমকাল সম্পাদকের মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধার জন্য রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানানোর পর সেখান থেকে দেশবরেণ্য এই সাংবাদিকের মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। দীর্ঘ কর্মময় জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন তার এই প্রিয় প্রতিষ্ঠানে। সংবাদকর্মীরা সেখানে গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।



আগামীকাল তালতলী যাচ্ছেন প্রধানমন্ত্রী
হরিণাকুন্ডুতে কলেজ ছাত্রী অন্তসত্ত্বা পিতৃত্বের দাবী প্রত্যাখান হওয়ায় বিষপান !
চরফ্যাসনে দীর্ঘ দিনের বসত বাড়ি হারালেন একটি পরিবার
চরফ্যাসন ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী নিখোঁজের ১মাসেও খোঁজ মিলেনি
চরফ্যাসনে ইউপি সদস্যদের নেতৃত্বে হামলা, নারীসহ আহত-৫
চরফ্যাসনে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু
চরফ্যাসনে ইমামকে মারধরের ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি আটক
চরফ্যাসনে শ্রমিক লীগ নেতাকে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাসনে প্রবাসীর ২শ৩৩ একর জমি জাল দলিল, ভোলার ২ সাংবাদিকসহ ৪ জন জেল হাজতে
চরফ্যাসনে ট্রাক চাপায় ডিস ব্যবসায়ী নিহত