রিশাল নগরীর সবগুলো স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং এবং রোড সাইন স্থাপন কাজ শুরু হয়েছে। নব নির্বাচিত সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আবদুল্লাহ এ কাজের উদ্বোধন করেন
বরিশাল নগরীর সবগুলো স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং এবং রোড সাইন স্থাপন কাজ শুরু হয়েছে। নব নির্বাচিত সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আবদুল্লাহ এ কাজের উদ্বোধন করেন। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে রবিবার নগরীর জিলা স্কুলের প্রথম গেট থেকে এ কাজের উদ্বোধন করেন।
সোমবার থেকে বিএম কলেজ এবং পর্যায়ক্রমে প্রতিদিনই সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই নগরীর সড়ক নিরাপত্তায় তার এই কার্যক্রম চলবে বলে জানান মেয়র।
এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, কিছু দিন আগে বরিশালের শিক্ষার্থীরা তার আহ্বানে আন্দোলন থেকে সড়ে দাড়ায়। শিক্ষার্থীদের উপহার হিসেবে আপাতত তার এমন উদ্যোগ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) খাইরুল ইসলাম জানান, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ যে উদ্যোগ নিয়েছেন সেই কাজটিকে আমরা স্বাগত জানিয়েছি।