বাবুগঞ্জে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, বাবুগঞ্জঃ স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন।


জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহÑসভাপতি আঃ মন্নান হাওলাদার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার,বাবুগঞ্জ থানার ওসি দিবাকর, এয়ারপোর্ট থানার ওসি (ভারপ্রাপ্ত) এ আর মুকুল, দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ, রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সরোয়ার মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম বেগম , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার,উপজেলা যুবলীগের সাধারণ সস্পাদক মাসুদ করিম লাভু,ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সস্পাদক গোলাম কিবরিয়া প্রমূখ।


প্রস্তুতি সভায় এমপি এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলনসহ দিবসটি যথাযোগ মর্যাদায় দিবসটি পালনের জন্য উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেন।


এদিকে উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার ইতিমধ্যেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে জাতীয় শোক দিবস পালনের চিঠি প্রদান করেছেন, ইউএনও সুজিত হাওলাদার বলেন উপজেলার স্কুল, মাদ্রাসা, কলেজসহ সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। উপলক্ষে আলোচনা সভা,মিলাদ মাহ্ফিল,কবিতা পাঠ,রচনা প্রতিযোগিতা ,হাম্দ-নাত ও বঙ্গবন্ধু জীবনী ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

বাসের ধাক্কায় প্রাণ গেল লেগুনার ১৩ যাত্রীর
আমতলীতে স্কুলের ছাদ ধসে আহত-৭
বরিশাল-৩ মনোনয়ন পত্র দাখিল করেন টিপু সুলতান এমপি
খেলার মান উন্নয়নে সরকারের পাশাপাশি শিক্ষানুরাগিদের ভুমিকা রাখতে হবে
চরফ্যাসনে ব্রীজ নির্মাণের নামে দোকান ঘর উচ্ছেদের অভিযোগ
চরফ্যাসনে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী শ্বশুর পলাতক
চরফ্যাসনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
ক্রীড়াই যুব সমাজকে মেধা মননে বিকাশিত করে-এমপি জ্যাকব
চরফ্যাসনে পুলিশ হেফাজতে নারীকে চোখ বেধে নির্যাতনের অভিযোগ এসআই সিদ্দিকের বিরুদ্ধে
নদী ভাঙনে ভিটেহারা ঢালচরের মানুষ,বনের অব্যবহৃত জমিতে মিলছেনা ভূমিহীনদের ঠাই