চরফ্যাসনের দক্ষিণ আইচায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
আহতরা


চরফ্যাসনের দক্ষিণ আইচায় বসত বাড়ির সিমানা বিরোধের জের ধরে একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার  দক্ষিণ আইচা থানার ৬নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামে এঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় আহতদের বোন নিলুফা বাদী হয়ে ৬ জনকে আসামী করে দক্ষিণ আইচা থানা লিখিত এজাহার দাখিল করেন। আসামীরা হলেন, রবি আলম, ছায়েদ, শাহিন, সুমন,হুমায়ুন ও কুলসুম বেগম। এজাহার ও হাসপাতালে চিকিৎসাধীন রাকিব জানান, চর আইচা মৌজায় দৌলতপুর গ্রামে নিজ বসত বাড়িতে তারা বসবাস করছেন। সম্প্রতি সময়ে প্রতিবেশী রবিআলম গংরা তারদের বসত বাড়ির সিমানার জমির মালিকান দাবী করে আসছিলেন। এনিয়ে তাদের দু’পরিবারে মধ্যে বিরোধ চলমান আছে। বুধবার সকালে তারা তিন ভাই মামুন, রাকিব ও ইলিয়াছ তারদেও বসত ঘর সংলগ্ন  মাটি কাটার কাজ করছিলেন। এসময় রবি আলমের নেতৃত্বে  ছায়েদ, শাহিন, সুমন,হুমায়ুন ও কুলসুম বেগমসহ ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র তাদের ওপর আর্তকিত হামলা চালায়। তারা বাধা দিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের কুপিয়ে জখম করেন। তাদের চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা ছুটে এসে হামলাকারীদের কবল থেকে তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত রবি আলম জানান, প্রতিপক্ষদেও সাথে আমাদের জমির সিমানা নিয়ে বিরোধ চলমান আছে। এনিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।
 দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ জানান, লিখিত এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


চরফ্যাসন প্রেসক্লাবের কমিটি গঠন
চরফ্যাসনে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ সভা অনুষ্টিত
চরফ্যাসনে পরিবারের সাথে অভিমানে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা
বরিশালে অতিরিক্ত মূল্যে হেক্সিসল বিক্রি, ৫২ হাজার টাকা জরিমানা
চরফ্যাসনে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু
চরফ্যাসনে ধর্ষণচেষ্টা মামলার বাদীনিকে জব্দ করতে হত্যা চেষ্টার মামলা
চরফ্যাসনে জমি বিরোধ জের প্রতিপক্ষকে ফাঁসাতে হয়রানী মুলক মামলা দায়ের
চরফ্যাসনে গৃহবধু হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
চরফ্যাসনে স্বামীর বসত ভিটে রক্ষা করতে প্রাণ গেল বৃদ্ধার
চরফ্যাসনের শশীভূষণ কিশোরীকে ধর্ষণ, আদালতে মামলা দায়ের