চরফ্যাসনে মেম্বার প্রার্থীর বাড়ি ও নির্বাচনী অফিসে হামলা ভাংচুর লুট আহত -১৫
আহতদের ছবি


চরফ্যাসনের চর মাদ্রাজ ইউনিয়ন  পরিষদ নির্বাচনের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম ওরফে রুহুল আমিনের বাড়ি ও নির্বাচনী অফিসে  হামলা,ভাংচুর ও লুট করা হয়েছে। এই হামলায় প্রার্থীর বৃদ্ধা মা রোকেয়া বেগম, প্রার্থীর ভাইয়ের  ৬ মাসের শিশুপুত্রসহ  ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইদ্রিস খা(৬০) এবং আ. গনি হাওলাদার(৪৫)কে গুরুতর অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা চরফ্যাসন হাসপাতালে ভর্তি আছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন  বুধবার রাত ১০টার পর এই হামলার ঘটনা ঘটেছে। মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম রুহুল আমিনকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দিনভর হুমকী ধামকী দিয়ে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ প্রার্থী আবদুল কাদের ও তার দলবল এই হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। রফিকুল ইসলাম রুহুল আমিন জানান,তিনি মাদ্রাজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী। মনোনায়নপত্র প্রত্যাহারের জন্য তার ওপর হুমকী ধামকী ছিল। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল। এদিন সকাল থেকে সশস্ত্র লোকজন তার বাড়ি ঘিরে নানান তৎপরতা শুরু করে। এজন্য তিনি দিনভর গা-ঢাকা দিয়ে ছিলেন। মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করতে ব্যর্থ হয়ে রাতে প্রতিপক্ষ প্রার্থী আবদুল কাদের অনুগত সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাট করে। হামলাকারীরা  আমার ঘরের বিদ্যুতের মিটার, বসতঘর, নির্বাচনী প্রচারে নিয়োজিত  ২টি ব্যাটারী চালিত রিক্সা ভাংচুর করে। হামলাকারীরা বাড়ির মা শিশুসহ বাড়ির লোকজনকে নির্বিচারে মারধর করে। মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ৬ মাসের শিশুকে ছুড়ে মারে। পরে স্থানীয় বাজারে আমার নির্বাচনী অফিসেও হামলা ভাংচুর করে। আহত শিশুর মা জান্নাত বেগম জানান, হামলাকারীরা  আমার ছয় মাসের শিশু সন্তনকে  কোল থেকে ছিনিয়ে নিয়ে দূরে ছুড়ে মারে। আমাকে কিল ঘুষি ও বগি দার উল্টো দিক দিয়ে আঘাত করে। আমার গায়ের পোষাক ছিড়ে ফেলে।আহতদের মধ্যে প্রার্থী রুহুল  আমিনের মা রোকেয়া(৬৫), ইদ্রিসখাঁ, গনি হাওলাদার, মজিদ পালওয়ান, জামাল হোসেন(২৩), হোসেন হাওলাদার(৪৫)জান্নাত( ২৩), মনির মুন্সী এবং ৬ মাসের শিশু আবিরের নাম জানাগেছে। যদিও অভিযুক্ত প্রার্থী আবদুল কাদের এই হামলায় সাথে তার কোন যোগসূত্র নেই বলে দাবী করেছেন। চরফ্যাসন থানায় অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া বলেন, অভিযোগ পেয়েছি । দোয়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাবুগঞ্জে জনগণের মুখোমুখি এক মঞ্চে ছয় প্রার্থী
বাবুগঞ্জে স্পীকার আঃ জব্বার খানের ৩৫ তম মৃত্যু বার্ষিকী পালিত
মঠবাড়িয়ায় নৌকার নির্বাচনী সভা জন সমুদ্রে পরিনত
খেলার মান উন্নয়নে সরকারের পাশাপাশি শিক্ষানুরাগিদের ভুমিকা রাখতে হবে
ঝিনাইদহে পৃথক হত্যা, বিস্ফোরক ও মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড
শৈলকুপায় আবাসিক এলাকায় বানিজ্যিক পোল্ট্রী ফার্মের বর্জ্য আর দুর্গন্ধে এলাকার জীবনযাত্রা অচল
বরিশালে রেশন কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ
চরফ্যাসনের দুলারহাটে শিশুকন্যা ধর্ষণের চেষ্টা,অভিযোগ দায়ের
ভোলার মনপুরায় রেডক্রিসেন্ট সোসাইটি ত্রান বিতরণ
চরফ্যাসনে নদীতে পরে জেলে ট্রলারের মাঝি নিখোঁজ