চরফ্যাসনে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশ
বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার

চরফ্যাসনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প অর্পণ , র‌্যালী, আলোচনা সভার মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  এর ঐতিহাসিক  ৭ মার্চের ভাষন " ইউনেস্কোর  মেমোরী অব দ্য' ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার "- এ অন্তরভূক্তির মাধ্যমে" বিশ্ব প্রমান্য ইতিহ্যের " স্বীকৃতি লাভ করায় গুরুত্ব ও তাৎপর্য  তুলে ধরে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  রবিবার  সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ শেষে র‌্যালী বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রাশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ৪৮ বছর আগে ঐতিহাসিক  রেসকোর্স  ময়দানে বঙ্গবন্ধু  তাঁর  জীবনের শ্রেষ্ঠ ভাষনটি দিয়েছিলেন।এমন এক কঠিন সংকটময় পরিস্থিতিতে  বঙ্গবন্ধু  শেখ মুজিব ৭ মার্চ রেসকোর্সে  ময়দানে তাঁর  ঐতিহাসিক  ভাষন প্রদান করেন। বঙ্গবন্ধু পাকিস্তানে ১০ লক্ষাধীক লোকের সামনে পকিস্তানি দস্যুদের  কামান- বন্দুক- মেশিনগানের হুমকির মুখে সামরিক  কর্তৃপক্ষকে চারটি শর্ত দিয়ে ভাষনের শেষাংশে বজ্রকন্ঠে ঘোষনা করেন" এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের  সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ছাদেক মিয়া, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক  অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, মুক্তি যোদ্ধা সংসদের চরফ্যাসন উপজেলার সাবেক কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ, চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রিপন বিস্বাস, চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া উপজেলা যুবলীগ  সভাপতি  সাইদুর রহমান স্বপন,  মুক্তি যোদ্ধা হাসেম মিয়া, ছাত্রলীগ সাধারন সম্পাদক  আল আমিন মুন্সী ও বিভিন্ন  ইউনিয়নের চেয়ারম্যান  এবং মুক্তি  যোদ্ধারা, সাংবাদিকসহ সুশিল সমামাজের ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন। এর পরে উপজেলা পরিষদ কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে স্ংস্কৃতি মনোজ্ঞ অনুষ্টানের আয়োজন করা হয়।
এদিকে বিকালে চরফ্যাসন সদর থানা, শশীভূষণ থানা ও দুলারহাট থানা এবং দক্ষিণ আইচা থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চের এ দিনটি উদযাপন করা হয়।



বরিশাল-৩ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী টিপু সুলতান
বাবুগঞ্জের সড়কে ঝড়ল ৩ তাজা প্রান, আহত-৪
চরফ্যাসনের দুলারহাটে ব্যবসায়ী সমিতির ভোটার বঞ্চিতদের বিক্ষোভ
চরফ্যাসনে নির্মাণ শিল্পী মিলন মেলা অনুষ্টিত
আমতলীতে ৩৮ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চরফ্যাসনে পরিবারের সাথে অভিমানে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা
চরফ্যাসনে প্রথম এক যুবকের করোনা সনাক্ত
চরফ্যাসনে শিক্ষা অফিসের সহকারীকে মারধর করলেন শিক্ষক অফিস পাড়ায় তোলপাড়
চরফ্যাসন মধুমতি ব্যাংকের ১২কোটি টাকা আত্মসাত করলেন কর্মকর্তা রেজাউল
চরফ্যাসনের দুলারহাটে স্কুল ছাত্রী অপহৃত,মামলা