চরফ্যাসনে সৎ ভাইয়ের আঘাতে বড় বোন নিহত
প্রতিক ছবি


চরফ্যাসনে হাঁস নিয়ে দ্বন্দে সৎ ছোট ভাইয়ের আঘাতে পারুল বেগম(২৬) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন সৎ মা ছফুরা বেগম(৫০)। শুক্রবার সন্ধ্যায় পৌরসভা ৬ নং ওয়ার্ডের খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত নারী ছফুরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন। নিহত পারুল বেগম ওই গ্রামের আবুল কাশেমের দ্বিতীয় স্ত্রীর মেয়ে। প্রতিবেশীরা জানান, আবুল কাশেম দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে একই বাড়িতে বসবাস করছেন। সম্প্রতি সময়ে কাশেমের বড় স্ত্রী ছফুরার একটি হাঁসের চোখ উপরে দেন সৎ ছেলে আনোয়ার হোসেন এনিয়ে কয়েকদিন যাবত কাশেমের দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে দ্বন্দ চলে আসছিলো। এনিয়ে শুক্রবার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে কথার কাটাকাটি হয়। কথার কাটাকাটির সুত্রধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপক্ষের সংঘর্ষে আবুল কাশেমের বড় স্ত্রী ছফুরা বেগম ও মেয়ে পারুল বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা আহত মা ছফুরা বেগম ও মেয়ে পারুল বেগমকে  উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত বলে জানান।
চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও কোন অভিযোগ পাইনি । আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।  
 

শরীয়তপুরের চন্দ্রপুরে জাতীয় শোক দিবস পালিত
খালেদা জিয়া নির্বাচনে যেতে পারবেন কি ?
বাঁচানো গেলো না ট্রাফিক সার্জেন্ট কিবরিয়াকে
চরফ্যাসনে ইউপি সদস্যদের নেতৃত্বে হামলা, নারীসহ আহত-৫
বরিশালে ক্লিনিকের লিফটের নিচে চিকিৎসকের লাশ
আগৈলঝাড়ায় বাড়ি বাড়ি গিয়ে যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ
সাংবাদিক মামুনের ওপর হামলা, চরফ্যাসন বিওজেএ’র নিন্দা ও ক্ষোভ
চরফ্যাসনে অমূল্য গুপ্তধন দেয়ার আশ্বাসে প্রতারনা, কথিত তন্ত্রসাধক আটক
পৌরসভা নির্বাচনঃচরফ্যাসনে আ’লীগ প্রার্থীর নিরংকুশ বিজয়, ভোট বর্জন বিএনপির
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা