চরফ্যাসন পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হুমায়ুন কবির সহ ৩ কাউন্সিল প্রার্থীর মনোনয়ন পত্র আপীলে বৈধ হয়েছে। বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন বলে রিটানিং অফিসার ও নির্বাহী অফিসার মো. রুহুল আমিন সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেন।
রিটার্ণিং অফিস সূত্রে জানা যায়, যাচাই বাছাইতে কাগজপত্রের ত্রæটি ও ভুল তথ্যের কারণে চরফ্যাসন পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির ও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আবু ইউসুফের মনোনয়ন পত্র বাতিল করা হয়। একই তারিখে আরও ৭ জন কাউন্সিল প্রার্থীর মনোনয় অবৈধ ঘোষণা করা হয়। রিটার্ণিং অফিসারের আদেশের বিরুদ্ধে ওইসব প্রার্থীরা জেলা প্রশাসকের কাছে আপীল করেন। বুধবার আপীল শুনানীতে চরফ্যাসন পৌরসভার বিএনপি সমর্থিত মেয়ার প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবিরের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা হলেও ইসলামী আন্দোলণ বাংলাদেশের মেয়র প্রার্থী আবু ইউসুফের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এছাড়া সংরক্ষিত নারি কাউন্সিল প্রার্থী কামরুন নাহার ও হোসনেয়ারা বেগম, ৮ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিল মো. সিদ্দিকুর রহমানের মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।অপরদিকে সাধারন সদস্যপদে ছালাউদ্দিন আপিল না করায় তার মনোনয়ন পত্র বাতিলই রয়েগেছে। এসব প্রার্থী এখন নির্বাচর্নী লড়াইয়ে অংশ নিতে পারবে।