চরফ্যাসন হাসপাতালে কর্মরত নার্সদের মানববন্ধন
নার্সদের মানবন্ধন
 লালমোহন সদর হাসপাতালে কর্মরত সিনিয়র নার্স মোসাম্মদ তানিয়া আক্তারের ওপর কর্মরতবস্থায় হাসপাতালে ঢুকে আর্তকিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে চরফ্যাসন হাসপাতালে কর্মরত নার্সদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার চরফ্যাসন হাসপাতাল চত্তরে এই মানববন্ধন অনুষ্টিত হয়। জানাযায়, গত ৩০ জানুয়ারী লালমোহন সদর হাসপাতালে কর্মরত সিনিয়র নার্স মোসাম্মদ তানিয়া আক্তার ওপর কর্মরতবস্থায় হাসপাতালে ঢুকে সন্ত্রাসীরা আর্ততিক হামলা চালিয়ে গুরুতর আহত করেন। তারই প্রতিবাদে নিরাপদ কর্মস্থল ও দোষীদের গ্রেপ্তারে দাবীতে চরফ্যাসন হাসপাতালে কর্মরত নার্সরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এসময় বক্তরা, নিরপাদ কর্মস্থলের দাবী জানিয়ে দ্রæত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওয়াতায় আনার দাবী জানান। এবং দ্রæত সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনে আওয়াতায় আন না হলে বিচার না পাওয়া পর্যন্ত সকল নার্সরা কর্ম বিরতির ঘোষণা দেন। এসময়ে উপস্থিত ছিলেন,চরফ্যাসন হাসপাতালে কর্মরত নার্সিং সুপার ভাইজার আকলিমা খানম, সিনিয়র স্টাপ নার্স আল ইমরান, হেনরী খানম, অপরাজিতা, সুমা দেবনাথ, জুলিয়া জাহান, সম্পা আক্তার , আমেনা বেগমসহ চরফ্যাসন হাসপাতালে কর্মরত সকল নার্সরা অংশ নেন।
যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় অন্তঃসত্তা গৃহবধুকে মারধর
আমতলীতে নাশকতা মামলায় বিএনপি সভাপতিসহ তিন’জন গ্রেফতার
আমতলীতে শোক সভা
আমতলীতে পঞ্চম উপজেলা পরিষদের সম্বন্বয়সভা অনুষ্ঠিত
চরফ্যাসনে নকল নবীশদের কলম বিরতি পালন
চরফ্যাসন ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী নিখোঁজের ১মাসেও খোঁজ মিলেনি
চরফ্যাসনের নুরাবাদে স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগে মামলা
চরফ্যাসনে ইলিশ মাছ দেয়ার ফাঁদে ফেলে যুবকের টাকা, মোটরসাইকেল ছিনতাই
চরফ্যাসনে শিশু শিক্ষার্থীকে জুতা মুখে দিয়ে শাস্তি দিলেন শিক্ষক
ফাইনালে লড়বে ভোলা প্রেসক্লাব বনাম তজুমদ্দিন প্রেসক্লাব