চরফ্যাসনে স্ত্রীর দায়ের করা মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে
প্রতিক ছবি



স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সোনালী ব্যাংককের শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ আল মোমেনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে চরফ্যাসন থানা পুলিশ ভোলা বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করেছেন। গ্রেফতারকৃত আবদুল্লাহ আল মোমেন ভোলা বাংলাবাজার সোনালী ব্যাংকের শাখা ব্যাবস্থাপক হিসেবে কর্মরত আছেন। এবং দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের খাসেরহাট এলাকার আবদুল খালেকের ছেলে।
পুলিশ ও মামলা সুত্রে জানায়ায়, ২০১৯ সনে ব্যাংক কর্মকর্তা আবদুল্লাহ আল মোমেনের সাথে তজুমুদ্দিন উপজেলার মৃতঃ ওহাব আলীর মেয়ে শারমিন আকতারের সাথে পারিবারিক বিয়ে হয়। বিয়ের আগে থেকেই শারমিন আকতার চরফ্যাসনে সাব-রেজিট্রার অফিসে মহরার কাজ করতেন। সে সুবাধে তিনি কর্মস্থলে স্বামীসহ চরফ্যাসনে ভাড়া বাসায় থাকতেন। প্রতি শুক্রবার স্বামী আবদুল্লাহ আল মোমেন তার কর্মস্থল থেকে চরফ্যাসনের ভাড়া বাসায় আসতেন। বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী তার স্ত্রী শারমিনের কাছে ৩ লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছিলেন। এনিয়ে তাদের দাম্পত্য কলহ চলছিলো। স্বামীর দাবীকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় সে প্রতিনিয়ত স্ত্রী শারমিনকে শারিরিক নির্যাতন চলাতেন স্বামী। এঘটনায় স্ত্রী শারমিন আকতার বাদী হয়ে গত ৫ জানুয়ারী স্বামী আবদুল্লাহ আল মোমেনকে আসামী করে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে চরফ্যাসন থানায় মামলা দায়ের করেন। তার দায়েরকৃত ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রীর দায়ের করা  মামলায়  ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বরিশাল-৩ মনোনয়ন পত্র দাখিল করেন টিপু সুলতান এমপি
আমতলীতে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় শিশু ও বৃদ্ধ নিহত
বাবুগঞ্জে আনসার সদস্যদের মধ্যে ভাতা প্রদান
কক্সবাজার সমুদ্রে মিলেছে চরফ্যাসনের ৬ জেলের লাশ॥ জীবিত উদ্ধার-২
চরফ্যাসনের নুরাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারের উঠান বৈঠক অনুষ্ঠিত
বরিশালে বাবার বাড়ীতে বেড়াতে এসে গৃহবধূ খুন
বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন চরফ্যাসন উপজেলা কমিটি গঠন
চরফ্যাসনে ২২বছরের কিশোরী কর্তৃক ১০ বছরের শিশুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
প্রকাশিত সংবাদে শালিশদের জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও ব্যাখ্যা
চরফ্যাসনে পাষন্ড ছেলেরা জমি হাতিয়ে নিতে মারধর করলেন বৃদ্ধ বাবাকে