পদ্মাসেতু দক্ষিণাঞ্চলের উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখবে - মনপুরায় জ্যাকব
ডাক বাংলো উদ্বোধন করেন



যুবও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারণে স্বপ্নের পদ্মাসেতু আজ বাস্তবে দৃশ্যমান। এই সেতু চালুর মধ্যদিয়ে দেশের সামগ্রীক অর্থনীতির উন্নয়নের পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখবে। বুধবার ভোলার মনপুরায় ডাকবাংলো ভবন ও  দক্ষিণা হাওয়া সি-বীচ উদ্বোধন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, পর্যটনের অপারর সম্ভবনাময় মনপুরাকে  পর্যটকদের কাছে  আকর্ষনীয় করার জন্য সী-বিচ হয়ছে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শতশত পর্যটক মনপুরায় আসেন। আগত পর্যটকদের জন্য ২ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক সুবিধা সম্পন্ন ডাকবাংলো নির্মাণ করা হয়েছে। পর্যটন সম্ভাবনাময় মনপুরাকে নদীভাঙ্গন থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ণ করা হচ্ছে । সুধি সমাবেশ শেষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নব নির্মিত দক্ষিণা সী-বিচ উদ্বোধন করেন। এসময় মনপুরা উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সহসভাপতি একেএম শাহজাহান,শাহরিয়ার  চৌধুরী দ্বিপক,মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল তার সাথে ছিলেন।এর পরে তিনি মনপুরা উপজেলার কয়েক হাজার অসহায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরন করেন।

দক্ষিণাঞ্চলের ৩০ লক্ষাধীক মানুষের স্বপ্নপূরণে এক ধাপ এগিয়ে
আমতলীতে স্কুলের ছাদ ধসে আহত-৭
ক্যামব্রিজ স্কুলে ক্লাশ পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একজন সাদা মনের মানুষ
বাবুগঞ্জে ভিজিডি কার্ডের চাল পেয়ে চার শতাধীক পরিবারের মুখে হাসি
ষষ্ঠ বিয়েতে সম্মতি না দেয়ায় চতুর্থ স্ত্রীকে কুপিয়ে জখম
চরফ্যাসনের দুলারহাটে ব্যবসায়ী সমিতির ভোটার বঞ্চিতদের বিক্ষোভ
বাবুগঞ্জে ফারজানা ওহাবের ব্যক্তি উদ্যোগে
চরফ্যাসনে জমি বিরোধ জের ধরে প্রবাসীর স্ত্রীকে মারধর
সরকার গ্রামের মানুষকে শহরের সুবিধা দিচ্ছে - এমপি জ্যাকব