বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চরফ্যাসনে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন
মানববন্ধন


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চরফ্যাসনে মানবন্ধন ও সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।সোমবার চরফ্যাসন সদর রোডে চরফ্যাসন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে মুক্তিযোদ্ধা ছাড়াও তাদের সন্তানরা যোগ দেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ হারিয়েছি বঙ্গবন্ধুকে। সেই বঙ্গবন্ধুর অবমাননা আমরা বীর মুক্তিযোদ্ধারা সহ্য করবোনা। স্বাধীন বাংলাদেশে আর একবার যদি বঙ্গবন্ধুকে অবমাননা করা হয় তাহলে বীর মুক্তিযোদ্ধারা বসে থাকবেনা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় কোটি বাঙালির হৃদয়ে আজ রক্তক্ষরণ ঘটিয়েছে একটি দেশদ্রোহী চক্র। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে আজ মাথা উঁচু করে দাড়িয়েছে এই অবমাননা বাংঙ্গালী জাতি কখনও  মানতে পারবেনা। এই বিভ্রান্ত ধর্মন্ধদের কঠোর শাস্তি দিতে হবে। যাতে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বাংলার মাটিতে কেউ কটুক্তি করার সাহস না পায়। এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক  কমান্ডার মোঃ কালাম মোল্লা, চরফ্যাসন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক আঃ কাইয়ুম মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম মেলেটারি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাশেম, মুক্তিযোদ্ধা মোঃ মুজিবল হক, স্বপন কুমার দে ও আঃ খালেক মৃধাসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধারা।

বাবুগঞ্জ জাতীয়পার্টি উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত
বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন অলিদ
স্বামীর বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছে তিন সন্তানের জননী লাইজু
চরফ্যাসনে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী তান্ডব
সামান্য বৃষ্টিতেই শৈলকুপায় স্কুল মাঠে দীর্ঘদিন জমে থাকে হাটুপানি
মহেশপুরের কাটাখালীতে যাত্রীবাহি বাসের সাথে মিনি বাসের ধাক্কায় ২০ জন আহত
আনসার ভিডিপি এর পক্ষ থেকে বরিশাল জেলায় খাদ্য সহায়তা কার্যক্রম শুরু
চরফ্যাসনে দাবীকৃত চাঁদা না পেয়ে ঘর নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগ
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম সোয়েবকে ৯৬ ব্যাচের বন্ধু মহলের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়
চরফ্যাসনে নবনির্বচিত মেম্বারের তান্ডব, পরাজিত প্রার্থীর কর্মীদের ওপর হামলা লুটপাট আহত-৫০