
ভ্রাম্যমান আদালতের অভিযোন
করোনা মহামারীর দ্বিতীয় ধাপ মোকাবিলায় জনসাধারনের মাস্ক পরা বাধ্যতামূলক করতে চরফ্যাসনে মুখে মাস্ক না পরে বাজারে আসায় ২৬ জনকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। শুক্রবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও ইউএনও মো. রুহুল আমিন চরফ্যাসন সদরে অভিযান চালিয়ে ৪২ হাজার ১শ’ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। নির্বাহী ম্যাজিট্রেট ও ইউএনও মো. রুহুল আমিন জানান, স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস রোধে জনসাধারনকে মাস্ক বাধ্যাতামুলক করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ২৬ জনকে বিভিন্ন অংকে অর্থদন্ড প্রদান করা হয়।