চরফ্যাসনের দুলারহাটে তিন রাখালকে কুপিয়ে গরু ছিনতাই
আহত তিন রাখাল


চরফ্যাসনের দুলারহাট থানার মুজিব নগর ইউনিয়নের তিন রাখালকে কুপিয়ে গরু ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা গুরুতর আহত তিন রাখালকে উদ্ধার করেন চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন,আলআমিন(১৮),কামাল(৩০),নয়ন(২৮)। বুধবার সকালে মুজিবনগর ইউনিয়নের চরফ্যাসন- গলাচিপা সিমান্তবর্তী এলাকার চর মনোহর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানাগেছে।  
হাসপাতালে চিকিৎসাধীন রাখাল কামাল জানান, প্রতিদিনের মতো চরফ্যাসন-গলাচিপা সিমান্তবর্তী এলাকার চর মনোহর গ্রামে গরু চড়াতে যান তারা। এসময়ে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার মিজান বাহিনী তাদের ৫টি গরু ছিনতাইয়ের চেষ্টা করেন। তারা বাঁধা দিলে মিজান ও জুলহাসের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র তাদের ওপর হামলা করে কুপিয়ে জখম করে এবং ৫টি গরু ছিনিয়ে নেয়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত নিজাম বাহীনির প্রধান নিজাম উদ্দিন মোবাইল ফোনে এ বিষয়ে কোন বক্তব্য করতে রাজি হননি।
দুলারহাট থানার ওসি মো.মোরাদ হোসেন জানান, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


এনামুল হক শামীমের পক্ষে নড়িয়া-সখিপুরে জাতীয় শোক দিবস পালিত
আমতলীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা
বাবুগঞ্জে জনগণের মুখোমুখি এক মঞ্চে ছয় প্রার্থী
ভোলায় বর-কনে ও কাজিসহ ৯ জনের জেল-জরিমানা
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রভাবশালী পরিবার প্রাচীর ও গেট নির্মান করে বন্ধ করল ৬০ বছরের পুরানো রাস্তা
চরফ্যাসনে জনস্বাস্থ্য ওপুষ্টি প্রতিষ্ঠানের ত্রাণ বিতরণ
শরিফুল আলম সোয়েব রহিমা ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত
প্রকাশিত সংবাদে শালিশদের জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও ব্যাখ্যা
চরফ্যাসনের চরমনিকা ইউনিয়ন যুবদল সভাপতি মৃত্যু নিয়ে টানাপোড়ন
চরফ্যাসনে চোরাই হাঁস দিয়ে ইউপি সদস্যের ভুড়িভোঁজ