নদীতে পড়ে নিখোঁজ যুবলীগ সভাপতির ভাষমান লাশ উদ্ধার
প্রতিক ছবি



খেয়া নৌকা পারাপারের সময় বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ চরফ্যাসনের ওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো.ফয়েজ মাহমুদ(৪০)এর ভাষমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে বরিশালের ধপধপিয়া সেতু সংলগ্ন নদী থেকে তার অর্ধগলিত ভষমান লাশ উদ্ধার করা হয়। যুবলীগ নেতার পরিবারে চলছে শোকের মাতম। নিহত মো. ফয়েজ মহামুদ ওসমানগঞ্জ ইউনিয়নের সুলতান মাহমুদের ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগরে সভাপতি।
জানাযায়, গত বুধবার সকালে বরিশাল থেকে চিকিৎসা শেষে  খেয়া যোগে কীর্তনখোলা নদী পার হয়ে কাউয়ার চরঘাটে যাওয়ার সময় খেয়া নৌকা থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন। দূর্ঘটনার পরপরই  ফায়ার সার্ভিসের ডুবরী দল ও কোষ্টগার্ড কর্মীরা নিখোঁজ ফয়েজ মাহামুদকে উদ্ধার চেষ্টায় ব্যার্থ হন।  রোববার সকালে বরিশালের ধপধপিয়া সেতুর সংলগ্ন নদীতে স্থানীয়রা  তার ভাষমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। বরিশাল বন্দর থানা পুলিশ নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করেন। বরিশাল বন্দর নৌ -পুলিশের পরিদর্শক আল মামুন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ধপধপিয়া সেতু সংলগ্ন নদী থেকে নিখোঁজ ফয়েজের ভাষমান লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

আমতলীতে মামলা করে বিপাকে বাদী এসিড মেরে হত্যার হুমকি, পালিয়ে বেড়াচ্ছেন পরিবার!
জনগনের সাথে নির্ঘুম কাজ করে যাচ্ছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার
চরফ্যাসনে গাছকেটে বেড়িবাঁধ দখল করে পাকাঘর নির্মান
চরফ্যাসনে সাগর মোহনায় ট্রলার ডুবিতে ২১ জেলে নিখোঁজ
চরফ্যাসনে অগ্নিকান্ডে ২২ দোকান পুড়ে ছাই॥ ক্ষতি ৩ কোটি টাকা
চরফ্যাসনে কলেজ ছাত্রলীগ নেতার উপর হামলা
চরফ্যাসনে ছাত্রলীগ নেতার ওপর হামলা , মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
চরফ্যাসনে চাঁদা না পেয়ে ইমামকে পিটিয়েছে ওরা,দোষীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ
ঘূর্ণিঝড় ইয়াসঃ চরফ্যাসনে অস্বাভাবিক জোয়ারে ৪টি ইউনিয়ন প্লাবিত
দুই সাংবাদিককে হত্যার হুমকি,সন্ত্রাসীদের জিম্মিদশায় অবরুদ্ধ পরিবার