’পুষ্টি উন্নয়নের বুনিয়াদ খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ১০০টি পরিবার মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত খাদ্য সামগ্রী অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন উপজেলার চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তৌহিদ আল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।