
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে দুই ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু হয়েছে। করোনাভাইরাস ছিলো কিনা তা নিশ্চিত হতে তাদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা: বাকীর হোসেন মঙ্গলবার বিকালে দৈনিক আমাদের সময় কে এই তথ্য নিশ্চিত করেছেন।
শেবাচিমের করোনা এবং গাইনি ইউনিট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে হাসপতালে চিকিৎসাধীন ভোলা সদর উপজেলার এক নারীর (৫০) মৃত্যু হয়। সোমবার বিকেলে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তিনি হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে হাসপতালের গাইনি ওয়ার্ডে মারা যান পটুয়াখালী সদর উপজেলার এক প্রসূতি (৩০)। তাঁরও শ্বাসকষ্টের সমস্যা ছিল।
মারা যাওয়া দুইজনের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা: বাকীর হোসেন জানান, মঙ্গলবার হাসপাতালের করোনা ইউনিট এবং গাইনি ইউনিটে দুইজন রোগী মারা গেছে। তাদের শরীরে করোনাভাইরাস ছিলো কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন