
চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্যে হারুনের নেতৃত্বে দিনমুজুর পরিবারের ওপর হামলায় ৪ নারীসহ ৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ হামালার ঘটনা ঘটে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে রাতেই শশীভূষণ বাজারে প্রাথমিক চিকিৎসা দেন। এঘটনায় আহত জুলেখাঁ বাদি হয়ে মঙ্গলবার ৪জনকে আসামী করে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতরা হলেন, জুলেখাঁ(৩০), জাকির (৪০),আমেনা(৩৫), জেসমিন(২৫), আরজু(২৪)।
আহত জাকির হোসেন অভিযোগ করেন, নির্বাচনে ভোট না দেয়াকে কেন্দ্র করে ইউপি সদস্য হারুন পরিবারের সাথে তার পরিবারের বিরোধ চলমান আছে। সোমবার রাতে ইউপি সদস্য হারুনের ভাই আলমগীর হোসেনের সাথে তার কথার কাটাকাটি হয়। তর্কের একপর্যায় আলমগীর হোসেন তাকে মারধর শুরু করেন। তাকে বাঁচাতে তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে ইউপি সদস্য হারুনসহ তার ভাই , আলমগীর , খোকন, শামিমসহ একটি সংবদ্ধচক্র দলবল নিয়ে তার পরিবারের ওপর হামলা করে মারধর করেন। তাদের হামালায় তার পরিবারের ৪ নারীসহ ৫ জন আহত হয়েছেন। রাতেই স্থানীয়রা আহদের উদ্ধার করে প্রথমিক চিকিৎসা দিয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী জুলেখা বাদি হয়ে শশীভুষণ থানায় ৪জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।ইউপি সদস্য হারুন জানান,তার ভাই আলমগীরের সাথে জাকিরদের পালিত কুকুরকে পিটানোর ঘটনা নিয়ে তর্কবিতর্ক হয়। আমার নেতৃত্বে হামলার বিষয়টি সঠিক নয়। শশীভূষণ থানার ওসি মনিরুল ইসলাম অভিযোগটি তদন্ত করে আইনি ব্যাবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন