
করোনা ভাইরাসের সৃষ্টপরিস্থিতি মোকাবেলায় চরফ্যাসন-মনপুরা উপজেলার অসহায় নি¤œ আয়ের দরিদ্র কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর আওতায় আরো ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
জানাযায়,এ কর্মসূচীর আওতায় প্রথম পর্যায়ে চরফ্যাসন-মনপুরা উপজেলা প্রশাসনের মাধ্যমে এমপি জ্যাকব চরফ্যাসন উপজেলায় ২০ লক্ষ ও মনপুরায় পাঁচ লক্ষ টাকা অনুদান দেন। এর পরে আজ দ্বিতীয় পর্যায় মঙ্গলবার শশীভূষণ বেগম রহিমা ইসলাম মহাবিদ্যায় মাঠে নি¤œ আয়ের কর্মহীন দুস্থ পরিবারে মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কালে তিনি আরো ২৫ লক্ষটাকা অনুদান দিয়েছেন বলে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র নিশ্চিত করেছেন ।
এমপি জ্যাকব বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত। ধনী বা দারিদ্র উন্নত বা উন্নয়নশীল, ছোট বা বড়- সব দেশই আজ কমবেশি নোভেল করোনা নামক এক ভয়ঙ্কর ভাইরাস দ্বারা আক্রন্ত। এমন পরিস্থিতিতে বাংলাদেশও এ সংক্রমণ থেকে মুক্ত নয়। তাই বর্তমান পরিস্থিতিতে চরফ্যাসন-মনপুরার অসহায় দরিদ্র মানুষের জন্য সরকারের পাশাপাশি তাঁর “মানুষ মানুষের জন্য” কর্মসূচী চলমান থাকবে। করোনার তীব্র সংকট মোকবিলায় খাদ্যসহায়তা কোন সংখ্যানুপাতে বিতরন নয়, চরফ্যাসন- মনপুরায় যতদিন প্রয়োজন নি¤œ আয়ের হতদরিদ্র কর্মহীন মানুষকে খাদ্যসহায়তা দেয়া অব্যহত থাকবে। এসময়ে উপস্থিত ছিলেন. উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র. এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম খোকন প্রমুখ।
আপনার মতামত লিখুন