চরফ্যাসনে শশীভূষণ বাজার এলাকায় সংলগ্ন সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বাচ্চু মাতাব্বার নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত নয়টায় শশীভূষণ বাজারের বেইলি ব্রীজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবুল কাশেম মাতাব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবক মোটরসাইকেটি বেপরোয়া চালিয়ে বাজার সংলগ্ন বেইলি ব্রিজে উঠে। ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত যুবক বাচ্চু মাতাব্বরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে আনার পথে তিনি মারা যান। শশীভূষণ থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।