চরফ্যাসনে দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চরফ্যাসনের আহমপুর এবং নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়ণপত্র দাখিল করেছেন। দু’টি ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ণপত্র দাখিল করেছেন। এছাড়াও মেম্বার ও সংরক্ষিত আসনে মোট ৭৫ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন বলে জানাগছে।

উপজেলা নির্বাচন সুত্রে জানাযায়, আজ মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৮ জন সাধারন সদস্য (মেম্বার) পদে ৫৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে আহমদপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ফখরুল ইসলাম ,বিএনপির মনোনীত হুমায়ুন কবির এবং স্বতন্ত্র আবুল বাসার ও আওলাদ হোসেন মনোনয়নপত্র দাখিল করেন। নুরাবাদ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মোস্তাফিজুর রহমান, বিএনপির ফিরোজ কিবরিয়া, স্বতন্ত্র আনোয়ার হোসেন ও  কামরুল ইসলাম  কাজল মনোনয়নপত্র দাখিল করেন। 

উপজেলা নির্বাচন অফিস অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১০টার পর থেকে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা সমর্থকদের সঙ্গে নিয়ে সহকারি রিটানিং অফিসে  মনোনয়নপত্র দাখিল করেছেন।

জাতিকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে মেধা বিকাশের বিকল্প নেই--টিপু
শরীয়তপুর-২ আসনে শামীমের আ.লীগের মনোনয়ন পাওয়ায় উৎসবের আনন্দ
সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে : উপমন্ত্রী শামীম
বিদ্রোহী প্রার্থীসহ ৪ ইউপি চেয়ারম্যানকে আওয়ামীলীগ থেকে নিষিদ্ধের প্রস্তাব
চরফ্যাসন প্রেসক্লাবের কমিটি গঠন
চরফ্যাসনে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আদালতে সোপর্দ
চরফ্যাসনে বিয়ের প্রলোভনে বিধবা ভাবিকে ধর্ষণের অভিযোগ দেবরের বিরুদ্ধে
চরফ্যাসনে মেম্বার প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে দেতে হুমকীর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
চরফ্যাসনের আবদুল্লাহপুরে জুয়া খেলায় বাধা দেয়ায় যুবককে মারধর
চরফ্যাসনের দক্ষিণ আইচায় জমি জবর দখলের অভিযোগ