চরফ্যাসনে শিশু ও নারী উন্নয়নে সচেতনামুলক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চরফ্যাসনে শিশু ও নারী উন্নয়নে সচেতনামুলক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে চরকলমী ইউনিয়ন পরিষদ হল রুমে যোগযোগ কার্যক্রম(৫ম পর্যায়ে)প্রকল্পের জিওবি খাতের আওয়াতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে চরকলমী ইউপি চেয়ারম্যান কাউসার আহমেদ’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা  প্রশাসক(রাজস্ব) মো.সেলিম রেজা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন,জেলা তথ্য অফিসার মো, আহসান কবীর । অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা  সমাজ সেবা অফিসার ইসমত আরা, সিনিয়র স্বাস্থ্য সহকারী কর্মকর্তা  মো, সাহাদত হোসেন, , আঞ্জুর হাট মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক রফিজুল ইসলাম, প্রাথমিক বিদ্যলায়ের প্রধান শিক্ষক শিরিনা আকতার, সাংবাদিক মাইনউদ্দিন জামাদার প্রমুখ। এছাড়াও  ইউপি সদস্য, শিক্ষক ,মসজিদের ইমামসহ সুশিল সমাজের ব্যাক্তিবর্গরা অংশ নেন।

কন্যা সন্তানকে গলাটিপে হত্যার করে ডোবায় ফেলে দেন বাবা!
এমপি পংকজ নাথের বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ! বরিশালের দুই উপজেলায় বিক্ষুদ্ধ নারী-পুরুষদের ঝাড়– মিছিল
বাবুগঞ্জে বরিশালের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আমতলীতে শোক সভা
বৃহস্পতিবার চরফ্যাসন আসছেন আইনমন্ত্রী
হরিণাকুন্ডুতে কলেজ ছাত্রী অন্তসত্ত্বা পিতৃত্বের দাবী প্রত্যাখান হওয়ায় বিষপান !
চরফ্যাসনে ব্রীজ নির্মাণের নামে দোকান ঘর উচ্ছেদের অভিযোগ
মেঘনায় কালবৈশাখী ঝড়ে ট্রলার ডুবে দুইজনের মৃত্যু
চরফ্যাসনের মেঘনায় জলদস্যুরহানা, ১০ জেলে অপহৃত, মুক্তিপণ দাবী
ভোলার চরফ্যাসনে ইউএনও'র ওপর বিক্ষুদ্ধ ব্যবসায়ীদের হামলা, গাড়ি ভাংচুর