তাজবীদ শিক্ষা-Tajweed Shikkha
লেখক: মুহাম্মদ সফিকুল্লাহ
প্রকাশনী: ইসলামিক এডুকেশন সোসাইটি
তাজবীদ কাকে বলে
তাজবীদ হলো নিয়ম কানুন, শুদ্ধ তিলাওয়াতে দরকার হয়। তাজবীদ ছাড়া তিলাওয়াত করলে, নামাজ বাতিল হয়ে যায়।
আরবি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (ছা:)-এর মাতৃভাষা। আরবি না জানলে কুরআন-হাদীছ জানা যায় না। ফলে ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। অতএব আরবি হরফ সমূহ জানাও ব্যবহারের কায়দা বা নিয়ম পদ্ধতি জানার সাথে সাথে তার ধ্বনি তত্ত তথা লাহন ও সিফাতসহ সঠিক ও সুন্দর ভাবে উচ্চারণ পদ্ধতি জানা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য।নইলে ভুল উচ্চারণে ভুল অর্থ হয় এবং তাতে কঠিন গুনাহের আশঙ্কা থাকে। তাজবীদ শিক্ষা বইটির অন্যান্য বৈশিষ্ট্য শিক্ষক মন্ডলী ও সুধী পাঠক বৃন্দ সহজেই বুঝতে পারবেন।