সহজ বাংলায় আল কুরআনের অনুবাদ ( ৩য় খন্ড )-sohoj banglay al quraner onubad (3th Part)
[সাইয়েদ আবুল আ’লা মওদূদী (র) – এর উর্দু তরজমার বাংলা অনুবাদ]
লেখক: অধ্যাপক গোলাম আযম
প্রকাশনী: কামিয়াব প্রকাশন
বিষয় : তরজমা ও তাফসীর
সহজ বাংলায় আল কুরআনের অনুবাদ গ্রন্থখানি সাইয়েদ আবুল আ’লা মওদূদী রাহ. রচিত বিশ্ববিখ্যাত তাফসীর তাফহীমুল কুরআনের একটি সংক্ষিপ্ত অনুবাদ। তিন খন্ডে প্রকাশিত এ গ্রন্থের প্রথম খন্ডে সূরা ফাতিহা থেকে সূরা ইউসুফ, দ্বিতীয় খন্ডে সূরা রা’দ থেকে সূরা জাছিয়া এবং তৃতীয় খন্ডে সূরা আহকাফ থেকে সূরা নাস পর্যন্ত পরিবেশন করা হয়েছে।
এ গ্রন্থের অনুবাদক পরম শ্রদ্ধাভাজন মুহতারাম অধ্যাপক গোলাম আযম দীর্ঘ দিন থেকে সাধারণ জনগনের কাছে ইসলামের মৌলিক শিক্ষা পৌছানোর উদ্দেশ্যে সহজ-সরল ও সাবলীল ভাষায় বেশ কিছু বই-পুস্তক রচনা করছেন। ‘পরিপূর্ণ জীবনবিধান হিসেবে ইসলামের সহজ পরিচয়’, ‘মযবতু ঈমান’, ‘সহীহ ইলম ও নেক আমল’, ‘জীবন্ত নামায’, ‘আদম সৃষ্টির হাকীকত’, ‘কুরআন বুঝা সহজ’, ‘ইসলাম ও বিজ্ঞান’, ‘ইসলাম ও দর্শন’, ‘ইসলামী সভ্যতা বনাম পাশ্চাত্য সভ্যতা’, ‘প্রশান্তচিত্ত মুমিনের ভাবনা’, ‘আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্ক’, ‘নাফস রূহ কালব’, ‘তাকদীর তাওয়াক্কুল সবর শোকর’ ইত্যাদি শিরোনামের অনেক বই ইতিমধ্যে ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে।