শব্দার্থে আল কুরআনুল মজীদ ( ২য় খন্ড )-shobdarthe al quranul majid (2nd Part)
বই : শব্দার্থে আল কুরআনুল মজীদ
অনুবাদ : মতিউর রহমান খান
প্রকাশনী : আধুনিক প্রকাশনী
বিষয় : আল কুরআন
প্রকাশকাল: ১২শ প্রকাশ, মার্চ ২০১৮
ভাষা: বাংলা, আরবি
কেউ কুরআন পড়ে, কেউ অধ্যয়ন করে। দুইটা কিন্তু সমান নয়। কুরআন শুধু পড়েই শেষ নয় বরং জরুরী হলো এটা বোঝা এবং নিজের জীবনে প্রয়োগ করা। আর এই পথে অন্যতম উপকারী মাধ্যম হলো শব্দে শব্দে আল কুরআন। বিদেশী বিভিন্ন ভাষায় বিশেষ করে ইংরেজীতে শব্দে শব্দে পরিপূর্ণ কুরআনের অনেকগুলো ভার্সন থাকলেও বাংলায় সেভাবে নেই বললেও চলে। সেক্ষেত্রে মতিউর রহমান খান অনূদিত ১-১০ খন্ডের শব্দার্থে আল কুরআনুল মাজীদ এক অনবদ্য মেহনত। বাংলা ভাষাভাষী কুরআন অধ্যয়নকারীদের জন্য অপরিহার্য বলা চলে।