মোরা বড় হতে চাই-Mora boro hote chai

মানুষ আসে এই ধরাধামে-আবার চলে যায়। আসলে জীবন কী? কেনই বা এই আসা আর যাওয়া? প্রয়োজন গভীর উপলব্ধির। এই আসা আর যাওয়ার মাঝে মানুষ সময় পায় খুবই কম। এরই মধ্যে তাকে সম্পাদন করতে হবে অনেক কাজ। হতে হবে অনেক বড়, তথা স্মরণীয়-বরণীয়-সফল। কিন্তু এমনি এমনি তো হয় না। প্রয়োজন গভীর আত্মনিয়োগ আর উচ্ছল, উদ্যম, তারুণ্যদীপ্ত প্রতিটিক্ষণের সর্বোৎকৃষ্ট সদ্ব্যবহার। প্রয়োজন আলোকিত ব্যক্তিদের জীবন অনুসরণ। আর এইসব কিছুর অলঙ্কারিক রূপায়ন ছোট এই বইটি। এখানে লেখক অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এঁকেছেন জীবনে বড় হওয়ার তথা সফল হওয়ার সুমহান রোডম্যাপ। সুপ্ত হৃদয়কে স্পন্দিত করতে এবং আশাহত হৃদয়ে আশা পুনঃসঞ্চার করতে এই বইটি হতে পারে নির্মল খোরাক। একই সাথে ঐশী আলোয় নিজেকে রাঙিয়ে পবিত্র ও পরিচ্ছন্ন জীবন গঠনের মমতা ভরা আকুতিগুলো আন্দোলিত করে প্রতিটি বিশ্বাসী হৃদয়কে। সব মিলিয়ে ইহলৌকিক ও পারলৌকিক উভয় সফলতা অর্জন করে প্রশান্তিময় জীবন গঠনের অনবদ্য প্রেরণা এই বইটি।


মোরা বড় হতে চাই আহসান হাবীব ইমরোজ Pdf Download

বইঃ মোরা বড় হতে চাই

লেখকঃ ড.আহসান হাবিব ইমরোজ

পৃষ্টাঃ ৮৪ টি


লেখক পরিচিতিঃ

আহসান হাবীব ইমরোজ ছাত্রজীবন থেকেই শিক্ষা আন্দোলন নিয়ে seriously ভাবতেন। তারই ফলশ্রুতিতে তিনি তৈরি করেছেন 'লাইট হাউস' নামের একটি প্রতিষ্ঠান। তার কথাবলার ধরণ এবং মানুষ কে বোঝানোর ক্ষমতার কারণে তিনি দলমত নির্বিশেষে সবার কাছেই গ্রহণ যোগ্যতা পায়। তিনি সাম্প্রতিক কালে পি,এইচ,ডি ডিগ্রী অর্জন করেছেন বলে জানা যায়।

যাদের জন্য লেখাঃ

লেখক মূলত ক্যারিয়ার গঠন কিভাবে করা যায় তা নিয়েই লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় একটি কিশোর পত্রিকা 'কিশোর কন্ঠ' এ নিয়মিত ধারাবাহিক ভাবে। তাই পরবর্তীতে ২৪ টি প্রবন্ধ নিয়ে বইটি প্রকাশিত হয়। মানুষের জ্ঞান অর্জনের যেমন কোন নির্দিষ্ট বয়স নেই ঠিক সেই হিসাবে বইটি শিশু থেকে বৃদ্ধ, সব বয়সীরাই পড়তে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে।

যেহেতু মানুষের ক্যারিয়ার নিয়ে ভাবনার সুচনা হয় ৫ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত, সেহেতু বইটি এদের জন্য লেখা। আর কিশোর পত্রিকাটিও ৫ম থেকে ১০ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের জন্য প্রকাশিত হয়।

বই পরিচিতিঃ

একজন সৎ চরিত্রবান হিসাবে এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে গড়ে উঠতে হলে যা যা প্রয়োজন তা নিয়েই বইটিতে আলোচনা করা হয়েছে।

বইটির সূচিপত্র নিচে উল্লেখ করা হলোঃ

১। কে সবচেয়ে বড়?

২। সুদৃঢ় আকাঙ্ক্ষা

৩। সাধনা আর সাধনা

৪। সময়-এখনই উপযুক্ত সময়

৫। আল্লাহর কাছে প্রার্থনা

৬। পড়লেখা আর পড়ালেখা

৭। বিশ্বের সর্ববৃহৎ সুপার কম্পিটার (মানুষের মস্তিষ্ক)

৮। বড় যদি হতে চাও

৯। অধ্যয়নের পূর্বে প্রস্তুতিমূলক বিষয়সমূহ

১০।সর্বকনিষ্ঠ বৈমানিক

১১। চব্বিশ ঘন্টা পড়া

১২। পড়ার সুন্দর পদ্ধতি

(ক)Survey (সামগ্রিকভাবে দেখা, জরিপ বা পরিদর্শন করা, পরীক্ষা করা,সামগ্রিকভাবে পর্যালোচনা করা)

(খ)Question (প্রশ্ন, প্রশ্ন বোধক বাক্য)

(গ)Read (পড়, পড়তে পারা, অর্থ উদ্ধার করা)

(ঘ)Recite (আবৃত্তি করা, ফিরিস্তি দেওয়া, তেলাওয়াত করা)

(ঙ)Revise (পুনর্বিবেচনা করা, সংশোধন ও মানোন্নয়নের উদ্দেশ্যে পুনর্বার পড়া)

১৩। মোরা কেন ইংরেজি শিখবো

১৪। মনোযোগ-সংযোগ

১৫। ভাল রেজাল্ট করতে হলে

১৬। আমাদের স্বর্ণোজ্জ্ব্যল ইতিহাস

১৭। বড় হতে নেই কো বাধা

১৮। যোগ্যতাই বড় শক্তি

১৯। বিশ্ব মাঝে শীর্ষ হব

২০। চোখের আলো নয়, মনের আলোতে বিশ্ব জয়

২১। ছোট থাকবো না মোরা চিরদিন

২৩। তারপরও সবচেয়ে দামি হলো পড়াশোনা

২৪। স্বপ্ন

বই থেকে কয়েকটি লাইন তুলে ধরলামঃ

"তোমরা যদি সত্যিই সুন্দর ক্যারিয়ার গঠন করতে চাও তাহলে কিন্তু তোমাদের স্বপ্ন দেখা শিখতে হবে"

"মানুষ হচ্ছে সকল মাখলুকের ভেতর সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ ; কিন্তু কেন ? জ্ঞান ,চরিত্র আর যোগ্যতায় । আর মানুষের ভেতর সবচেয়ে বড় মানুষ তারা - যাদের জ্ঞান , চরিত্র আর যোগ্যতা সবচেয়ে বেশি ।"

"কোন পরিকল্পনা , তা যতই সুন্দর হোক না কেন , ততক্ষণ পর্যন্ত বাস্তবায়িত হয় না যতক্ষণ না তার সাথে যোগ হবে সুদৃঢ় আকাঙ্খা ।"

আমার মতামতঃ

একটা সময় ছিলো যখন কিশোর পত্রিকাটির জন্যে প্রতিমাসে অপেক্ষমান থাকতাম। হাতে পাওয়ার পর দুইদিনে এফোঁড় ওফোঁড় করে পড়ে শেষ করতাম। তখন থেকেই এই বইয়ের মাসিক প্রবন্ধ পরতাম। লেখক যেভাবে ইতিহাস, বিজ্ঞান, কোরআনের আয়াত এবং সফল মনিষীদের বানী দিয়ে সফলতার দোয়ারে পা রাখা শিখিয়েছেন, তাতে যে কোন কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের ক্যারিয়ারের বীজ বপন করা শুরু করে দিবে। তাদের ক্যারিয়ার তারা নিজেরাই ঠিক করে নিবে।

তাই আমি বলতে চাই, "মোরা বড় হতে চাই"

বইটি তরুণদের স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার!

তথ্যসূত্র: facebook.com/afifaonlineboibazar