ধলাগলা সুইবাতাসি-White-throated needletail
White-throated needletail

ধলাগলা সুইবাতাসি-White-throated needletail

ধলাগলা সুইবাতাসি অ্যাপোডিডি বর্গের পাখি। এটি ঘণ্টায় প্রায় ১৭০ কি.মি পর্যন্ত উড়তে পারে। বাতাসি পাখির মধ্যে এ প্রজাতি সবচেয়ে বড়।

ইংরেজি নাম: White-throated needletail,needle-tailed swift or spine-tailed swift

বৈজ্ঞানিক নাম: Hirundapus caudacutus

বর্ণনাঃ

ধলাগলা সুইবাতাসির পাখা  প্রায় ২০ সেমি লম্বা হয়। এ পাখির ওজন ১১০ থেকে ১২০ গ্রাম এর মধ্যে হয়। পাখিটি দেখতে  ধূসর-বাদামী বর্ণের হয়। গলার রং সাদা।লেজের রং সাদা-কালো।

স্বভাবঃ

এটি ঘণ্টায় প্রায় ১৭০ কি.মি পর্যন্ত উড়তে পারে। বাতাসি পাখির মধ্যে এ প্রজাতি সবচেয়ে বড়। তারা পাহাড় বা ফাঁকা গাছে পাথরের খাঁড়িতে তাদের বাসা তৈরি করে। তারা বেশিরভাগ সময় মাটিতে বসে থাকে। বাতাসে উড়ে থাকতে পছন্দ করে না।

প্রজননঃ

প্রজনন মৌসুম মার্চ-এপ্রিল। ডিম পাড়ে ৩-৫টি। ডিম ফুটতে সময় লাগে ২১-২২ দিন। শাবক স্বাবলম্বী হতে সময় লাগে ৪০-৪৫ দিন।

খাদ্য তালিকাঃ

তাদের খাদ্যতালিকায় রয়েছে পোকামাকড়, মাছি, মৌমাছি এবং গুবরে পোকা, উড়ন্ত পোকামাকড় ।

বিস্তৃতিঃ

ধলাগলা সুইবাতাসি একটি পরিযায়ী পাখি। মধ্য এশিয়া এবং দক্ষিণ সাইবেরিয়ায় প্রজনন হয়। শীতকালে ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় চলে আসে।

অবস্থাঃ

গত কয়েক দশক ধরে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশঙ্কাহীন বলে ঘোষণা করেছে।

কাঠময়ূর-Grey Peacock-Pheasant
দেশি মেটেহাঁস- Indian Spot-billed Duck.
কালামাথা কাস্তেচরা-Black-headed Ibis
ছোট পানচিল-Little tern
কোড়া বা জলমোরগ-Watercock
সবুজ ঘুঘু-Common Emerald Dove
পোষা পাখির খাবারের নাম ও দাম-Name and price of pet food
মাছমুরাল পাখি-Osprey
পিয়াং হাঁস-Gadwall
বড় কাঠঠোকরা-Buff-spotted flameback