মেঠো রাতচরা-Savanna Nightjar
Savanna Nightjar

মেঠো রাতচরা-Savanna Nightjar

মেঠো রাতচরা দক্ষিণ-পূর্ব এশিয়ায ও নাইটজারের একটি প্রজাতি। এটির আটটি উপ-প্রজাতি রয়েছে: C. a. মন্টিকোলাস, সি. এ. অ্যামোয়েনসিস, সি. এ. stictomus, C. a. অ্যাফিনিস, সি. এ. টিমোরেন্সিস, সি. এ. griseatus, C. a. মাইন্ডেনেন্সিস এবং সি. এ. প্রপিঙ্কাস।

ইংরেজি নাম: Savanna Nightjar

বৈজ্ঞানিক নাম: Caprimulgus affinis

বর্ণনাঃ

মেঠো রাতচরা এর দৈর্ঘ্য ২০-২৬ সেন্টিমিটার। পুরুষ পাখির ওজন ৫৪-৮৬ গ্রাম। স্ত্রী পাখির ৭৫-১১০ গ্রাম। উভয়ের গায়ের উপরের রং বাদামি-দারুচিনি মিশ্রিত ছিট এবং কালচে ডোরাকাঁটা। ঠোঁটের গোড়ায় অল্পসল্প খাড়া লোম। লেজ ও ডানা সামান্য লম্বা। বুক থেকে পেট পর্যন্ত রয়েছে আড়াআড়ি ডোরা দাগ। গলার নিচে হালকা ক্রিমসাদা ছিট। লেজ তলের পালকে বাদামি-সাদার ছিট। চোখ বাদামি। ঠোঁট কালচে, ওপরের ঠোঁট বড়শির মতো বাঁকানো। পা কালচে। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম মনে হলেও সামান্য পার্থক্য রয়েছে।

স্বভাবঃ

দেশের স্থায়ী বাসিন্দা হলেও যততত্র দেখা যায় না। তুলনামূলক পাথুরে এবং মজা এলাকায় বেশি নজরে পড়ে। এ ছাড়াও তৃণময় সমভূমি এলাকায় দেখা মেলে। প্রজনন মৌসুম ছাড়া বেশির ভাগই একাকী বিচরণ করে। দিনে ঘুমিয়ে কাটায়। সূর্যাস্তের খানিকটা পরেই ঝোপজঙ্গলের ভেতর থেকে ‘চিঙ্ক-চিঙ্ক-চিঙ্ক’ সুরে ডাকতে থাকে। কণ্ঠস্বর সুমধুর না হলেও সুরে তাল-লয় রয়েছে। রাত বাড়লে ডাকাডাকি বন্ধ। দেখতে মোটেও আকর্ষণীয় নয়। শারীরিক গড়নটাও একটু ব্যতিক্রম। গায়ের বর্ণ অনেকটাই গাছের মরা ডাল বা শুকনো পাতার মতো। গাছের ডালে বসলে খুব সহজে পাখি হিসেবে শনাক্ত করা যায় না। অপরদিকে মাটিতে বসে থাকলে শুকনো পাতার মতোই মনে হতে পারে।

প্রজননঃ

প্রজনন মৌসুম বাংলাদেশ-ভারত এপ্রিল থেকে আগস্ট। এছাড়াও অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। বাসা বাঁধে ছোট ছোট পাথর অথবা সরাসরি মাটির ওপরে। উপকরণ হিসেবে ব্যবহার করে শুকনো লতাপাতা। ডিমের সংখ্যা ২টি। ডিম ফুটতে সময় লাগে ১৪-১৬ দিন।

খাদ্য তালিকাঃ

ঝিঁঝিঁ পোকা, ফড়িং, গুবরে পোকা ও উড়ন্ত কীটপতঙ্গ।

বিস্তৃতিঃ

বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, হিমালয় অঞ্চল, মিয়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইন, কম্বোডিয়া ও ভিয়েতনাম পর্যন্ত।

অবস্থাঃ

বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমছে, তবে এখনও আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত।

কালামাথা কাস্তেচরা-Black-headed Ibis
চাতক-Pied cuckoo
সবুজ টিয়া-Rose-ringed parakeet
সিঁদুরে মৌটুসি-Crimson sunbird
মেঘহও মাছরাঙা-Stork-billed Kingfisher
দুধরাজ পাখি-Asian Paradise Flycatcher
জল ময়ূর-Pheasant-tailed jacana
পোষা পাখির রোগ ও চিকিৎসা-Diseases and treatment of pet birds
সরুঠোঁট ডুবুরি হাঁস-Common merganser
ধলাপাখ পানচিল-White winged Tern