দাগি বসন্তবৌরি -Lineated Barbet
Lineated Barbet

দাগি বসন্তবৌরি-Lineated Barbet

দাগি বসন্ত বা হেটুলুকা ভারত উপমহাদেশের উত্তর অঞ্চলসমূ্হে দেখতে পাওয়া একটি চড়ুই পাখির প্রজাতি ৷ পাখটি অন্যান্য নাম: গোরখুদ, বেঘবৌ।

ইংরেজি নাম: Lineated Barbet

বৈজ্ঞানিক নাম: Megalaima lineata

বর্ণনাঃ

আকারে ময়নার চেয়ে সামান্য বড়। অনেকটা খয়েরি-মাথা বসন্তবৌরির মতো দেখতে। পিঠের দিকে রঙ ঘাসের মতো সবুজ। মাথা ও দেহের নীচের অংশের রঙ হালকা সবুজ ও তাতে বাদামী রঙের দাগ আছে। চঞ্চু বড়, শক্তপোক্ত ও হালকা গোলাপী রঙের। চোখের চারিদিক কমলা রঙের হয়।

স্বভাবঃ

ফলাহারী হওয়ার জন্য বাগানে বা ফলের গাছপালাযুক্ত অঞ্চলে দেখা যায়। পর্ণমোচী অরণ্যে বা গাছপালাযুক্ত জায়গায় বাস করে।

প্রজননঃ  

মার্চ থেকে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত বাসা বানায়। গাছের ডালে বা গুঁড়িতে গর্ত করে বাসা তৈরী করে। ২ থেকে ৪ টা সাদা রঙের ডিম দেয়।

খাদ্য তালিকাঃ

অনান্য বসন্তবৌরির মতো ফলাহারী। তবে অনেকসময় কীটপতঙ্গ বা ছোট মেরুদণ্ডওয়ালা প্রাণী যেমন ব্যাঙ, টিকটিকি খাদ্য হিসাবে গ্রহণ করে।

বিস্তৃতিঃ

এটি প্রধানত হিমালয় পাদদেশে, বাংলাদেশ এবংপশ্চিমবঙ্গতে বিস্তৃত হয়ে আছে৷

অবস্থাঃ

বিগত তিন প্রজন্ম ধরে এদের সংখ্যা কমেছে, তবে দুনিয়ায় এখন ১০,০০০-এর অধিক পূর্ণবয়স্ক পাখি আছে, তাই এখনও আশঙ্কাজনক পর্যায়ে এই প্রজাতি পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত (Least Concern LC) বলে ঘোষণা করেছে। বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এই প্রজাতিটি সংরক্ষিত।

লালপিঠ ফুলঝুরি-Scarlet backed flowerpecker
কালামাথা কাস্তেচরা-Black-headed Ibis
ল্যাঞ্জা লাটোরা-Long-tailed Shrike
পাতি মাছরাঙা-Common Kingfisher
মেঘহও মাছরাঙা-Stork-billed Kingfisher
কোড়া বা জলমোরগ-Watercock
ডাহুক-white-breasted-waterhen
বড় টিকিপানচিল-Greater crested tern
পাহাড়ি নীলকান্ত-Oriental dollarbird
কালোমাথা টিয়া- Grey-headed Parakeet