পাতি ভুতিহাঁস-Common pochard
Common pochard

পাতি ভুতিহাঁস-Common pochard

পাতি ভুতিহাঁস হচ্ছে Anatidae পরিবারের Aythya গণের একটি পাখি।

ইংরেজি নাম: Common pochard

বৈজ্ঞানিক নাম: Aythya ferina

বর্ণনাঃ

পাতি ভুতিহাঁস গম্বুজ-মাথা রূপালি হাঁস দৈর্ঘ্য ৪৮ সে.মি, ওজন ৮২০ গ্রাম, ডানা ২১ সেমি, ঠোঁট ৪.৬ সেমি, পা ৩.৭ সেমি, লেজ ৬.৫ সেমি। প্রজননকালে ছেলেহাঁসের দেহের উপরিভাগ রূপালি-ধূসর ও দেহতলের বেশীর ভাগই ধূসরাভ-সাদা; মাথা তামাটে, পিঠ রূপালি-ধূসর ও কোমর কালো; ডানায় অনুজ্জ্বল ধূসর ছোট দাগ, লেজের উপরের ও নিচের ঢাকনি কালো; বগল ও ওড়ার পালক রূপালি-ধূসর; এবং বুক ও অবসারণী কালো; চোখ হলুদ, পা স্লেট-নীল, ও ঠোঁট কালো। প্রজননকাল ছাড়া ছেলেহাঁসের পিঠ বাদামি-ধূসর এবং দেহতল কালচে বাদামি; বুক বাদামি-কালো ও বগল বাদামি-ধূসর। মেয়েহাঁসের দেহের উপরিভাগ পীতাভ বাদামি-ধূসর এবং অনুজ্জ্বল দারুচিনি রঙের মাথা, ঘাড় ও দেহতল; পিঠ ও বগল পীতাভ বাদামি।

স্বভাবঃ

পাতি ভুতিহাঁস স্বভাবে নিশাচর । এরা রাতের বেলা খাবারের সন্ধানে বের হয় । এরা সর্বভুক প্রাণী । বসন্তকালের প্রজনন ঋতুতে ইউরোপ, মধ্যএশিয়া ও সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে ছেলেহাঁসেরা মৃদু স্বরে হিস হিস শব্দেশিস্ দেয় ও মেয়েহাঁস জোর গলায় ডাকে: র্কর… র্কর… র্কর…

প্রজননঃ  

নল ও লম্বা ঘাসের মধ্যে মাটিতে নল ও নরম পালকের বাসা বানিয়ে ডিম পাড়ে।ডিমগুলো জলপাই রঙের, সংখ্যায় ৬-১৪টি, মাপ ৬.০× ৪.২ সেমি।

খাদ্য তালিকাঃ

এদের খাদ্য তালিকায় আছে  জলজ উদ্ভিদ, ঘাস, জলজ পোকামাকড় ও তাদের লার্ভা, শামুক, কেঁচো, ব্যাঙ, ছোট মাছ ও উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন বীজ,  মূল ইত্যাদি ।

বিস্তৃতিঃ

এরা  বাংলাদেশের পরিযায়ী পাখি । শীতকালে এদের বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলে দেখতে পাওয়া যায় । আফ্রিকা, ইউরোপ ও এশিয়ায় এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে। এশিয়া মহাদেশে পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, চীন ও ফিলিপাইনে রয়েছে।

অবস্থাঃ

আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা  Least Concern বা আশংকাহীন বলে বিবেচিত।  বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ২ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

লাল নুড়িবাটন
কোকিল-Western Koelev Asian Cuckoo
সিঁদুরে সাহেলি-Scarlet Minivet
হুদহুদ বা মোহনচূড়া-Common Hoopoe
ধানি তুলিকা-Paddyfield pipit
ধলাকোমর মুনিয়া-White-rumped Munia
গয়ার পাখি-Oriental Darter
ধলাগলা সুইবাতাসি-White-throated needletail
সাইক্সের রাতচরা-Sykes's nightjar
খুদে ঘুঘু-Little brown dove