খয়েরিমাথা বসন্তবৌরি-Brown-headed barbet
Brown-headed barbet

খয়েরিমাথা বসন্তবৌরি-Brown-headed barbet

খয়েরিমাথা বসন্তবৌরি Ramphastidae পরিবারের Psilopogon গণের একটি পাখি।

ইংরেজি নাম: Brown-headed barbet

বৈজ্ঞানিক নাম: Megalaima zeylanica

বর্ণনাঃ

এদের মাথার রং বাদামী এবং পালক সবুজ ও চোঁখের চার পাশটা হলুদ । এটির একটি বড় মাথা, ছোট ঘাড় এবং ছোট লেজ সহ ২৭ সেমি লম্বা।

স্বভাবঃ

এটি আম, পাকা কাঁঠাল, পেঁপে, কলা, ডুমুর এবং অনুরূপ চাষ করা ফলের গাছে চারায়। এর বাসস্থান শহুরে এবং দেশের বাগান অন্তর্ভুক্ত; এটি বেশির ভাগ গভীর বনে দেখা যায়। এরা ডাকে কুত্রু…কুত্রু…করে তবে শীতকালে নীরব থাকে।

প্রজননঃ

এটি গাছের গর্তে বাসা বাঁধে ২-৪টি ডিম পাড়ে। উভয় ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়।

খাদ্য তালিকাঃ

প্রজাতি ফল এবং পোকামাকড় খায়।

বিস্তৃতিঃ

এটি ব্যাপক, এর পরিসর উত্তরে নেপালের তেরাই থেকে দক্ষিণে শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত।

অবস্থাঃ

বৈশ্বিক অবস্থা ন্যূনতম বিপদগ্রস্ত এবং বাংলাদেশের অবস্থায় অপ্রতুল-তথ্য। তিনটি তালিকায় পাখিটিকে বাংলাদেশের পাখি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে কোন প্রমাণ পাওয়া যায় নি।

কালো-তিতির-Black francolin
লালবুক কাঠকুড়ালি-Rufous-bellied Woodpecker
হুদহুদ বা মোহনচূড়া-Common Hoopoe
ধলাগলা মাছরাঙা-White-throated Kingfisher
বেগুনি বক-Purple Heron
পোষা পাখির খাবারের নাম ও দাম-Name and price of pet food
পিয়াং হাঁস-Gadwall
ছোট নাটাবটের-Common buttonquail
জলার তিতির- Swamp Francolin
দেশি মেটেধনেশ-Indian Grey Hornbill