খয়রা ঝিল্লি- brown crake
খয়রা ঝিল্লি জলপাই-বাদামি রঙের (রেলিডি) গোত্রের জলচর পাখি। বাদামি ঘুরঘুরি বা কাগ নামেও এটি পরিচিত। এটি দক্ষিণ এশিয়ায় দেখতে পাওয়া যায়।
ইংরেজি নাম: brown crake or brown bush-hen
বৈজ্ঞানিক নাম: Amaurornis akool
বর্ণনাঃ
খয়রা ঝিল্লি জলপাই-বাদামি রঙের জলচর পাখি। এর দৈর্ঘ্য ২৮ সেন্টিমিটার, ওজন ১৩০ গ্রাম, ডানা ১২ সেন্টিমিটার, ঠোঁট ৩ সেন্টিমিটার, পা ৫ সেন্টিমিটার, লেজ ৬ সেন্টিমিটার। পিঠের দিক জলপাই-বাদামি, দেহের নিচের দিক ছাই-ধূসর, ঘাড়ের পাশ ছাই-ধূসর, মাঝে মাঝে ভ্রু-রেখা অস্পষ্ট ছাই ধূসর দেখায়, গলা সাদাটে, লেজতল-ঢাকনি ধোঁয়াটে জলপাই-বাদামি। চোখ রক্তের মতো লাল, লালচে ঠোঁটের আগা নীলচে এবং পা ও পায়ের পাতা বাদামি। ছেলে ও মেয়েপাখির চেহারা অভিন্ন। অপ্রাপ্তবয়স্ক পাখির চোখ বাদামি।
স্বভাবঃ
খয়রা ঝিল্লি জলাভূমি, বিল ও নানা ধরনের জলাধারে বিচরণ করে। সচরাচর একা বা জোড়ায় থাকে। পানির ধারে ধীরে ধীরে হেঁটে এরা খাবার খোঁজে। খাওয়ার সময় স্বভাবত এরা লেজ খাড়া রাখে, ভোরে ও গোধূলি বেলায় বেশি কর্মচঞ্চল হয়। জোরে উড়তে পারে না এবং ভয় পেলে উড়ে না গিয়ে দৌড়ায়।
প্রজননঃ
এদের প্রজননকাল মে-আগস্ট মাস। এসময় জলার ধারে নলবনে বা ঝোপে ঘাস, নলখাগড়া ও ডালপালা বিছিয়ে স্তূপাকারে বাসা বানিয়ে সেখানে ডিম পাড়ে।
খাদ্য তালিকাঃ
খাদ্যতালিকায় রয়েছে পোকা ও তাদের লার্ভা, শামুকজাতীয় প্রাণী, কেঁচো ও জলজ উদ্ভিদের বীজ।
বিস্তৃতিঃ
খয়রা ঝিল্লি উনিশ শতকে ঢাকা বিভাগের জলাভূমিতে ছিল, এখন নেই। এখন ভারত, নেপাল, মিয়ানমার ও উত্তর চীনের দক্ষিণ থেকে ভিয়েতনামের উত্তরাঞ্চল পর্যন্ত এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে।
অবস্থাঃ
আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এদের অবস্থা সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য নেই । বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এই প্রজাতিটি সংরক্ষিত।