লালবুক রাজহাঁস-Red-breasted goose
লালবুক রাজহাঁস Anatidae পরিবারের Branta গণের একটি পাখি।
ইংরেজি নাম: Red-breasted goose
বৈজ্ঞানিক নাম: Branta ruficollis
বর্ণনাঃ
লাল বুকের রাজহাঁস দৈর্ঘ্যে 53-56 সেমি । গায়ের রং সাদা ও ধূসর। এর মুখ উজ্জ্বল লাল এবং স্তন লাল কালো দেখায়।
স্বভাবঃ
লালবুক রাজহাঁস প্রায়ই শিকারী পাখির নীড়ের কাছাকাছি বাসা বাঁধে। লাল বুকের রাজহাঁস নদীর দ্বীপে বাসা বাঁধার চেয়ে শিকারী পাখির কাছে বাসা বাঁধতে পছন্দ করবে।
প্রজননঃ
লাল বুক রাজহাঁস পাহাড়ের খোলা যায়গায় বাসা বেঁধে ডিম পারে। ডিমের সংখ্যা ৪-৮টি। পুরুষ লাল বুক রাজহাঁস তাদের বাচ্চাদের বাসা দূর থেকে পাহারা দেয় যখন স্ত্রীরা সাধারণত বাসাটিতে লুকিয়ে থাকে।
খাদ্য তালিকাঃ
লাল বুক রাজহাঁস এদের খাদ্য তালিকা হলো ঘাস, পাতা এবং বীজ খায়।
বিস্তৃতিঃ
লালবুক রাজহাঁস পাখি কৃষ্ণ সাগর, বুলগেরিয়া, ইউক্রেন, রোমানিয়া অঞ্চল পর্যন্ত বিস্তৃত।
অবস্থাঃ
বৈশ্বিক অবস্থা বিপন্ন এবং বাংলাদেশের অবস্থায় অনিশ্চিত ও অনুমান নির্ভর। কেবলমাত্র দুইটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত, দক্ষিণ এশিয়ায় পাখিটির উপস্থিতি অনুমান নির্ভর।