শুঁটি রাজহাঁস-Taiga bean goose
Taiga bean goose

শুঁটি রাজহাঁস-Taiga bean goose

শুঁটি রাজহাঁস Anatidae পরিবারের Anser গণের একটি পাখি।

ইংরেজি নাম: Taiga bean goose

বৈজ্ঞানিক নাম: Anser fabalis

বর্ণনাঃ

দৈর্ঘ্য ৬৮ থেকে ৯০ সেমি, ডানার বিস্তার ১৪০ থেকে ১৭৪ সেমি এবং ওজন ১.৭-৪ কেজি । পুরুষদের গড় ৩.২ কেজি এবং মহিলাদের গড় ২.৮৪ কেজি । কপালটির গোড়া এবং ডগা কালো, মাঝখানে একটি কমলা ব্যান্ড সহ; পা উজ্জ্বল কমলা ও পালক সাদা।

খাদ্য তালিকাঃ

এদের খাদ্য তালিকা হলো ঘাস, পাতা এবং বীজ খায়।

বিস্তৃতিঃ

শুঁটি রাজহাঁস পাখিটি উত্তর ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত। 

অবস্থাঃ

বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমছে, কিন্তু এখনও আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।

ধলামাথা কাঠঠোকরা-Pale-headed woodpecker
কাও ধনেশ-Oriental Pied Hornbill
মেঠো রাতচরা-Savanna Nightjar
বড় সরালী-Fulvous whistling duck
লম্বাপা-তিসাবাজ-Long-legged Buzzard
খয়রা ঝিল্লি- brown crake
দাগি নাটাবটের-Barred Buttonquail
পাতি মাছরাঙা-Common Kingfisher
হলদেচাঁদি কাঠকুড়ালি- Yellow-crowned Woodpecker
মান্দারিন হাঁস-Mandarin Duck