Pied cuckoo
চাতক
চাতক পাকড়া পাপিয়া বা পাপিয়া Cuculidae গোত্র বা পরিবারের অন্তর্গত Clamator গণের অন্তর্গত এক প্রজাতির বড় আকারের বাসা পরজীবী পাখি।
বৈজ্ঞানিক নাম: Clamator jacobinus
ইংরেজি নাম: Pied cuckoo
বর্ণনাঃ
এই পাখি লম্বায় ৩৩-৩৫ সেন্টিমিটার। সাদা-কালো বর্ণের মিশ্রণের এই পাখিটির ঝুঁটি, ঘাড়, পিঠ ও ডানা কালো। ডানার পাশটায় সামান্য সাদা ছোপ। গলা, বুক, পেট, লেজের নিচটা কালো কিন্ত লেজের প্রান্ত সাদাটে। চক্ষু, পা কালো। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম।
স্বভাবঃ
সাধারণত এরা গাছের উঁচু ডালে থাকে তবে, মাঝেমধ্যে মাটিতে নেমে আসে। মাটিতে এদের হাটার ভঙিও অন্যরকম, তারা হাঁটে লাফিয়ে লাফিয়ে।চাতক পরজীবি পাখি।সমুদ্রের আশেপাশে বা বড় জলাশয় ধারে এরা বাস করে।
খাদ্যঃ
চাতক পাখির প্রধান খাবার ,পিঁপড়া শুয়োপোকা, ঘাসফড়িং,লতাগুল্মের কচিপাতা। এরা বৃষ্টির জল ছাড়া অন্য কোন জল পান করে না।
প্রজননঃ
জুন থেকে আগস্ট মাসে পরের বাসায় ডিম পাড়ে। এরা নিজেরা বাসা বাঁধতে জানে না। একবারে ডিম পারে ১-২টি। ডিম ফুটে বাচ্চা হতে সাধারণত সময় লাগে ১৮-২০ দিন।
বিস্তৃতঃ
পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ৩৬ লক্ষ ৮০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। কখনও কখনও হিমালয়ের পাদদেশে তিব্বতেও দেখা যায়। বাংলাদেশের গ্রামাঞ্চলে আসে গ্রীষ্মকালীন পরিযায়ী হিসেবে।
অবস্থাঃ
বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা স্থির রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।