ধানি তুলিকা-Paddyfield pipit
Paddyfield pipit

Paddyfield pipit

ধানি তুলিকা

পরিচয়ঃ

ধানি তুলিকা হল তুলিকা ও খঞ্জন গোত্রের একটি ছোট প্যাসারিফর্মিস পাখি। ধানি তুলিকা ১৫ সে.মি. পর্যন্ত লম্বা হয়। এদের উপরের অংশে ধূসর-বাদামী এবং বুকের দিকে হাল্কা ডোরাকাটা দাগ থাকে। এদের লম্বা পা, লম্বা লেজ এবং দীর্ঘ কালছে ঠোঁট রয়েছে। পুরুষ-স্ত্রী তুলিকা দেখতে অনুরূপ। এই পাখির পিছনের নখর অবশ্য অস্বাভাবিকভাবে লম্বা।

আবাসস্থলঃ

এরা আবাসিক জাতের পাখি যারা দক্ষিণ এশিয়া থেকে ফিলিপাইন্স পর্যন্ত খোলা তৃণভূমি এবং চাষাবাদ ক্ষেত্রে বিচরণ করে। সাধারণত থাইল্যান্ড এবং এশিয়ার অনেক অংশে দেখা যায়।

খাদ্যঃ

এদের প্রধান খাদ্য ছোট পোকামাকড় ছোট শামুক, কৃমি জাতীয় প্রাণী খেতেও দেখা যায়। 

প্রজননঃ 

মেয়ে পাখিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, পুরুষ মাটি থেকে কয়েক ফুট ওপরে ঘনঘন ডাকতে থাকে। এরা ঝোপের কিনারায় মাটিতে বাসা তৈরি করে। বাসাগুলি ঘাস এবং পাতা থেকে বোনা হয় এবং সাধারণত কাপ আকৃতির হয়। উন্মুক্ত বাসাগুলি কখনও কখনও গম্বুজ বা অর্ধ-গম্বুজ আকৃতির হয়।এরা একসাথে তিন বা চারটি ডিমে তা দিয়ে থাকে। ডিমগুলি সবুজাভ ও গায়ে অসংখ্য ছোট ছোট বাদামী চিহ্ন থাকে। 

ধূপনি বক-Grey Heron
পাতি ভুতিহাঁস-Common pochard
মেঘহও মাছরাঙা-Stork-billed Kingfisher
বাদামিচাঁদি কাঠকুড়ালি-Brown-capped Pygmy Woodpecke
সিঁদুরে সাহেলি-Scarlet Minivet
কোকিল-Western Koelev Asian Cuckoo
লালপিঠ ফুলঝুরি-Scarlet backed flowerpecker
দুধরাজ পাখি-Asian Paradise Flycatcher
পাকড়া কাঠকুড়ালি-Fulvous-breasted woodpecker
ধলা বালিহাঁস- Cotton Pygmy Goose