বন কোকিল-Green-Billed Malkoha
Green-Billed Malkoha

বন কোকিল

Green-Billed Malkoha

বাংলা নাম: সবুজঠোঁট মালকোআ বা বন কোকিল । অঞ্চলভেদে এরা সবুজ কোকিল নামেও পরিচিত। পাহাড়ি বন ও প্রাকৃতিক বনগুলোতেই বেশি দেখা যায় এদের।

ইংরেজি নাম: Green-Billed Malkoha

বৈজ্ঞানিক নাম: phaenicophaeus tristis

বিবরণঃ

লেজ-পিঠ নীলচে ধূসর, চওড়া লেজের ডগা ও প্রান্তদেশে সাদা রং মাখানো। বুক-পেট-ঘাড়-গলা ধূসর ছাই। কালচে পা, সবুজাভ ঠোঁট। চোখের ওপরে যেন লাল কাজল লেপটানো। লেজটা তুলনামূলকভাবে বেশি লম্বা। লম্বায় ৫১ সেন্টিমিটার। তবে এদের দীর্ঘ অংশই লেজ যার দৈঘ্য ৩৮ সেমি.। দীর্ঘকায় পাখির ওজন মাত্র ১১৫ গ্রাম।

স্বভাবঃ

বুদ্ধিমান, সাহসী এবং লড়াকু স্বভাবের পাখি এরা। গিরগিটি, নির্বিষ সাপ, ব্যাঙ, তক্ষক ইত্যাদি যথেষ্ট কৌশল খাঁটিয়ে শিকার করে এরা। পায়ের ব্যবহার এরা ভালো জানে।

খাদ্য তালিকাঃ

বনের নানা কীটপতঙ্গ, সাপ, তক্ষক, ফড়িং এদের প্রিয় খাবার। ছোট পাখি ও পাখির ডিম-ছানাও খায় । 

প্রজননঃ

এপ্রিল থেকে জুলাই। ঘন পত্র-পল্লবের আড়ালে বাসা বাধে। কোকিল গোত্রীয় পাখি হয়েও এরা বাসা বানায় নিজেরা গাছের ডালে কাঠি-ডালপালা দিয়ে। ডিম পাড়ে ৩-৪টি।

বিচরণঃ

এরা দেশের স্থানীয় প্রজাতির পাখি হলেও সচরাচর দেখা যায় না। থাকে বন-বাদাড়ে এবং এদেরকে একাকী বা এক জোড়ার বেশি কোথাও দেখা যায় না।

খয়রা কাস্তেচরা-Glossy Ibis
লম্বাপা-তিসাবাজ-Long-legged Buzzard
হরিয়াল-Treron
মদনটাক-Lesser Adjutant
বড় ধলা গগণবেড়-Great white pelican
বৈকাল তিলিহাঁস-Baikal teal
মার্বেল হাঁস-Marbled duck
কালো হাঁস-Tufted duck
পাতি পাপিয়া-Common Cuckoo
উদয়ী পাপিয়া-Oriental cuckoo