বাবুনাই পাখি-White-eye
White-eye

বাবুনাই পাখি

বাবুনাই বা শ্বেতাক্ষি শ্বেত-চোখ পরিবারে একটি ছোট পাসেরিন পাখি। এটি চশমা পাখি বা চশমা টুনি নামেও পরিচিত। 

ইংরেজি নাম: White-eye

বৈজ্ঞানিক নাম: Zosterops palpebrosa

বর্ণনাঃ

বাবুনাই লম্বায় ১০ সেন্টিমিটার ও ৯ গ্রাম ওজনের হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক পাখির পিঠ ও মাথা হলুদাভ-সবুজ। ডানা ও লেজ কালচে। গলা, বুকের উপরাংশ ও লেজের তলা উজ্জ্বল হলুদ। ঠোঁট কালচে ও নিচের ঠোঁটের গোড়া বাদামি। বুক ও পেট সাদা। চোখের কোনায় কালচে দাগ থাকে। পা, পায়ের পাতা ও নখ ধূসর-বাদামি। চোখ বাদামি-হলুদ। ছানাদের চোখে চশমা থাকে না।

খাদ্য তালিকাঃ

কীটপতঙ্গ, রসাল পোকা, ফুলের রস, পাকা ফল, বীজ ইত্যাদি ।

বিস্তৃতিঃ

বাংলাদেশ ছাড়াও ওমান, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, চীন, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার প্রভৃতি দেশে বাস করে।

প্রজননঃ

এপ্রিল-মে মাসে গাছের সরু শাখায় সরু শিকড়, মাকড়সার জাল ইত্যাদি দিয়ে গোলাকার ঝুলন্ত বাসা বানায়। সেই বাসায় দু-তিনটি ডিম পাড়ে। ডিমের রং ফ্যাকাশে নীল। ডিম ফুটতে ৯-১১ দিন সময় লাগে। ছানারা প্রায় ১০ দিনে উড়তে শেখে।

ধলাপাখ পানচিল-White winged Tern
কোড়া বা জলমোরগ-Watercock
কালা লেজ জৌরালি-Black-tailed Godwit
খুদে ঘুঘু-Little brown dove
নীলকন্ঠ পাখি-Indian Roller
শুঁটি রাজহাঁস-Taiga bean goose
খয়েরিমাথা বসন্তবৌরি-Brown-headed barbet
সোনালি গলা বসন্ত বউরি-Golden throated barbet
উত্তুরে ল্যাঞ্জাহাঁস-Northern pintail
চিনা বটেরা- Rain Quail