সিঁদুরে সাহেলি-Scarlet Minivet
Scarlet Minivet

সিঁদুরে সাহেলি

বাংলায় একে সিঁদুরে সাহেলি ছাড়াও লাল সাতসাহেলি, লালপরি, সায়েলি নামেও ডাকা হয়। 

ইংরেজি নাম: Scarlet Minivet

বৈজ্ঞানিক নাম: Pericrocotus flammeus 

বর্ণনাঃ

এই প্রজাতির পাখিদের শুধুমাত্র পুরুষরা গাঢ় লাল হয়ে থাকে। স্ত্রীদের গায়ের রঙ হালকা হলুদ। পুরুষ পাখির মাথার রঙ কালো এবং পিঠের পালকে রয়েছে কালো রঙের ছোপ - যা তাকে দিয়েছে মোহনীয় রূপ। কিন্তু স্কারলেট মিনিভেট এর স্ত্রী-পুরুষ দু প্রজাতিই চমৎকার রঙের সৌন্দর্যে রাঙা। এদের দৈর্ঘ্য ২২ সেমি. এবং ওজন মাত্র ২৬ গ্রাম।

খাদ্যঃ

কীটপতঙ্গ ও লার্ভা খাদ্য হিসেবে গ্রহণ করে।

প্রজননঃ

এপ্রিল থেকে জুলাই হল এর বাসা বানানোর ঋতু। গাছের বাকল, মুল, মাকড়সার জাল দিয়ে কাপের মতো বাসা বানায়। ২ থেকে ৪ টি নীলাভ সবুজ রঙের ডিম দেয়। ডিমে গাঢ বাদামী রঙের ছিট থাকে। স্ত্রী ও পুরুষ দুজনেই বাচ্চা লালনপালনের দায়িত্ব পালন করে।

বিস্তৃতিঃ

সিলেট, চট্টগ্রাম, টাঙ্গাইল, রংপুর, সুন্দরবন এইসব প্রাকৃতিক বন-জঙ্গলে এদের প্রায়ই দেখা যায়। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, থাইল্যান্ড, মায়ানমার এইসব দেশে রয়েছে এদের বৈশ্বিক বিস্তৃতি।

স্বভাবঃ

ডালের উচ্চতায় বসে আপন মনে ডাকতে থাকে কেবল। বনের নির্জনতার মাঝে এমন সুমিষ্ট ডাক ভালো লাগার অবর্ণনীয় শিহরণ জাগায়। সাধারণত জোড়ায় এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে চলাফেরা করে। চিরহরিৎ অরণ্যের বাসিন্দা। শ্রুতিমধুর "হুই-টুইট" বা "হুইরিরি,হুইরিরি" শব্দে ডাকে।

ফুলুরি হাঁস-Falcated duck
ধূসরাভ সাত সহেলি-Ashy minivet
লালপিঠ ফুলঝুরি-Scarlet backed flowerpecker
লাল নুড়িবাটন
হরিয়াল-Treron
ধানি তুলিকা-Paddyfield pipit
পিয়াং হাঁস-Gadwall
পাতি ভুতিহাঁস-Common pochard
উদয়ী পাপিয়া-Oriental cuckoo
খয়রা ঝিল্লি- brown crake