কালা লেজ জৌরালি
বাংলা নাম: কালো লেজ জৌরালি
ইংরেজি নাম: Black-tailed Godwit
বৈজ্ঞানিক নাম: Limosa limosa
বর্ণনাঃ
ম্বায় পুরুষ পাখি ৪১ সেন্টিমিটার, স্ত্রী পাখি ৫০ সেন্টিমিটার (১০ সেন্টিমিটার লম্বা ঠোঁটসহ)। ঠোঁটের গোড়া লালচে, ডগা কালচে। মাথা, ঘাড়, বুক লালচে-বাদামি। পিঠ কালচে-বাদামি ফোঁটাযুক্ত। ডানার ওপরে রয়েছে সাদা মোটা ডোরা যা উড়লে নজরে পড়ে। ডানার নিচের অংশ বেশিরভাগই সাদা। বুকের কাছ থেকে লেজের নিচ পর্যন্ত সাদা। লেজ খাটো, কালো। পা লম্বা, ধূসর-সবুজাভ। চোখের বলয় হলদেটে।
প্রজননঃ
প্রজনন সময় মে থেকে জুন। নিজ বাসভূমিতে ফিরে বাসা বাঁধে। মাটির খোড়লে ৩-৪টি ডিম পাড়ে। ডিম ফোটতে সময় লাগে ২২-২৪ দিন। শাবক উড়তে শেখে ২৫-৩০ দিনের মধ্যে।
খাদ্যঃ
ঘাসফড়িং, ব্যাঙ, সুতোপোকা, কেঁচো ও কেঁচোজাতীয় প্রাণী, পোকা, কুচো চিংড়িসহ অন্যান্য জলজ পোকা।
বিচরণঃ
এই পাখি বাংলাদেশে দেখা যায় আশ্বিন থেকে মাঘ মাস পর্যন্ত। এরা জলাভূমি, নদীর চর ও হাওর-বাঁওড়ে চরে বেড়ায়। বিচরণ করে ছোট কিংবা বড় দলেও। শিকারের জন্য বেছে নেয় কাদামাটি এলাকা এবং বালুকারাশিতে খুঁজে বেড়ায় ভূমিজ কীট।
বিস্তৃতঃ
ভারতীয় উপমহাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পশ্চিম ইউরোপ এবং পশ্চিম আফ্রিকার মতো বৈচিত্র্যময় অঞ্চলে বিস্তৃত।
আবাসস্থলঃ
তাদের আবাসস্থল হল নদী উপত্যকা বেড়া, বড় হ্রদের প্রান্তে বন্যা, স্যাঁতসেঁতে স্টেপ্পস, উত্থিত বগ এবং মুরল্যান্ড। নিম্নভূমির ভেজা তৃণভূমি, উপকূলীয় চারণ জলাভূমি, চারণভূমি, মাছের পুকুরের কাছাকাছি ভেজা এলাকা বা পয়ঃনিষ্কাশন কাজ এবং লবণাক্ত উপহ্রদ তাদের আবাসস্থল।