গেওয়ালা বাটান
বাংলা নাম : গেওয়ালা বাটান এরা জোয়ালা,জিউয়ালা বা পদ্মবাটান নামেও পরিচিত।
ইংরেজি নাম: Ruff, স্ত্রী পাখির নাম : Reeve
বৈজ্ঞানিক নাম : Philomachus pugnax
বর্ণনাঃ
পুরুষ প্রজাতির গড় দৈর্ঘ্য ২৯-৩২ সেন্টিমিটার, স্ত্রী প্রজাতির গড় দৈর্ঘ্য ২৫-২৬ সেন্টিমিটার। মাথা, ঘাড় ফিকে। পিঠে বাদামি পালক। প্রতিটি পালকের মধ্যখানে কালো ছোপ। যা দূর থেকে আঁশটে মনে হতে পারে। ডানার নিচের দিক সাদা। বুক ও পেট গাঢ় বাদামি। নিচের দিক সাদাটে। নিতম্বের দুই পাশে ডিমের মতো সাদা ফোঁটা। কেবল উড়লে তা নজরে পড়ে। লেজ বাদামি লাল। ঠোঁট গাঢ় বাদমি, খাটো। পা লম্বাটে, উজ্জ্বল কমলা।
খাদ্যঃ
কেঁচো, কীটপতঙ্গ, ছোট মাছ ইত্যাদি।
প্রজননঃ
মার্চ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মৌসুম। বাসা বাঁধে উত্তর এশিয়ার উত্তরাঞ্চলে। ডিম পাড়ে ৩-৪টি। ডিম ফুটতে সময় লাগে ২০-২৩ দিন।
স্বভাবঃ
শীত আগমনের আগেই আমাদের দেশে আশ্রয় নেয়। নদীর চর, উপকূলীয় এলাকা কিংবা মোহনা অঞ্চলে কিছুদিন কাটিয়ে নিজস্ব বাসভূমিতে চলে যায়। এরা একাকী অথবা ছোট দলে বিচরণ করে। মূলত নিশাচর হলেও সন্ধ্যালগ্নে শিকারে বের হয়।এরা স্বভাবে শান্ত। ডাকে নিচু স্বরে ‘চাক চাক’ শব্দে। ওড়ার সময় কণ্ঠস্বর পাল্টে যায়, তখন করুণ সুরে ডাকে ‘টু-উইট, টু-উইট।