পাকড়া কাঠকুড়ালি-Fulvous-breasted woodpecker
Fulvous-breasted woodpecker

পাকড়া কাঠকুড়ালি

বাংলা নামঃ পাকড়া কাঠঠোকরা, জরদ কাঠঠোকরা, বাতাবি কাঠকুড়ালি নামেও পরিচিত।

বৈজ্ঞানিক নামঃ Dendrocopos macei

ইংরেজি নামঃ Fulvous-breasted woodpecker 

বিস্তৃতিঃ

পাকড়া কাঠকুড়ালি পাখিটি বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত এবং মায়ানমার অঞ্চল পর্যন্ত বিস্তৃত।

বর্ণনাঃ

পাকড়া কাঠকুড়ালি মাঝারি আকারের। দেহের উপরিভাগের রঙ কালো ও তাতে সাদা রঙের দাগ থাকে। দেহের নীচের দিকের অংশ হালকা দাগযুক্ত হলদেটে হয়। লেজের নীচের দিকের রঙ লাল। গালে কালো রঙের দাগ দেখা যায়। পুরুষ পাখির ক্ষেত্রে মাথার উপরিভাগের রঙ লাল ও সামনের দিকে কমলা হয়, স্ত্রী পাখির ক্ষেত্রে মাথার উপরিভাগের রঙ কালো।

খাদ্য তালিকাঃ

পাকড়া কাঠকুড়ালির প্রিয় খাবার হলো- পিঁপড়ে, কীটপতঙ্গ, ফল ইত্যাদি।

আচরণঃ

বনে বা বাগানের আশেপাশে বসবাস করে। একা বা একজোড়া পাখিকে মানুষের বসতির আশেপাশে গাছপালাযুক্ত অঞ্চলে দেখা যায়। বেশীরভাগ সময়ই লেজের সাহায্যে গাছের গুঁড়িকে শক্ত করে ধরে চঞ্চু দিয়ে গাছের ছাল ঠোকরাতে দেখা যায়। একটা চঞ্চল "পিক-পিপিপিপিপি" স্বরে ডাকে।

অবস্থাঃ

বৈশ্বিক অবস্থা ন্যূনতম বিপদগ্রস্ত এবং বাংলাদেশের অবস্থায় ন্যূনতম বিপদগ্রস্ত।পাখিটি বাতাবি কাঠকুড়ালি নামেও পরিচিত

বাসস্থানঃ

পাকড়া কাঠকুড়ালি জানুয়ারী থেকে মে মাসের মধ্যে বাসা বানায়। গাছের গুঁড়িতে গর্ত বানিয়ে সেখানে বাসা বানায়।

ল্যাঞ্জা লাটোরা-Long-tailed Shrike
ধানি তুলিকা-Paddyfield pipit
চাতক-Pied cuckoo
সবুজ সুঁইচোরা-Green Bee-eater
বড় খোঁপাডুবুরি-Great Crested Grebe
পাকড়া মাছরাঙা-Pied King Fisher
লালশির-Eurasian Wigeon or Wigeon
লালবুক ডুবুরি হাঁস-Red-breasted erganser
নীলকান বসন্তবৌরি-Blue-eared barbet
খয়রা ঝিল্লি- brown crake