দেশি মেটেহাঁস- Indian Spot-billed Duck.
Indian Spot-billed Duck

দেশি মেটেহাঁস

দেশি মেটেহাঁস বা পাতিহাঁস Anatidae গোত্র বা পরিবারের অন্তর্গত Anas  গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির পরিযায়ী হাঁস।

বাংলার জলাভূমির পাখির নাম ‘দেশি-মেটেহাঁস’।

ইংরেজি নাম: Indian Spot-billed Duck. 

বৈজ্ঞানিক নাম: Anas poecilorhyncha 

বর্ণনাঃ

দেশি মেটেহাঁসের সারাদেহ বাদামি এবং বাদামি ছিট। কালচে-বাদামি পালকের প্রান্ত মেটে রঙের। চুঞ্চু (ঠোঁট) এর প্রান্ত কড়া হলুদ। ডানার গোড়ার পালক সাদা। তবে ডানার পালক সবুজ। পুরুষের চোখের সামনে লালচে দাগ। এদের চোখ বেশ সুন্দর।

খাদ্যঃ

এদের প্রধান খাদ্য উদ্ভিদ বীজ ও ছোছ ছোট জলজ জীব ।

বিস্তৃতিঃ

সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। পৃথিবীর মোট দেশি মেটেহাঁসের সংখ্যা ১,০০,০০০-১১,০০,০০০ পর্যন্ত।

প্রজননঃ

জুলাই-অক্টোবর মাসের প্রজনন ঋতুতে পানির কাছে মাটিতে লতা-পাতায় ঘাস, আগাছা ও পালকের বাসা করে ৭-৯টি সবুজে ও সাদায় মেশানো ডিম পাড়ে। মেয়েহাঁস একাই ডিমে তা দেয়। ২২ বা ২৪ দিনে ডিম ফুটে। ছেলে ও মেয়েহাঁস উভয়ে মিলে ছানা পাহারা দেয়।

স্বভাবঃ

দেশি মেটেহাঁস দলবদ্ধভাবে বসবাস করে এবং অপ্রজননকালীন মৌসুমে বিশাল বিশাল দলে বিচরণ করে। বড় সংরক্ষিত জলাশয়ে এদের সহজে দেখা যায়। 

অবস্থাঃ

বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত।

লালবুক রাজহাঁস-Red-breasted goose
চিতিঠুঁটি গগণবেড়-Spot-billed pelican
উদয়ী পাপিয়া-Oriental cuckoo
চিত্রা বনমুরগি-painted spurfowl
পাকড়া কাঠকুড়ালি-Fulvous-breasted woodpecker
কালোমাথা টিয়া- Grey-headed Parakeet
পাকড়া মাছরাঙা-Pied King Fisher
মার্বেল হাঁস-Marbled duck
পাতি সোনাচোখ-Common goldeneye
কানিবক-Indian Pond Heron