
শরিফুল রাজ এর জীবনী-Biography Of Sariful Razz
শরিফুল রাজ হলেন একজন বাংলাদেশী অভিনেতা এবং মডেল। যিনি যার বহুমুখী অভিনয় দক্ষতার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। যিনি পরান, নেটওয়ার্কের বাইরে, বা আইসক্রিম, হাওয়া এবং গুনিন এর মত চলচ্চিত্র অভিনয়ের জন্য পরিচিত। যিনি ২০১৯ সালে অভিনেত্রী শুনেরহ বিন্তে কামালের সাথে “নো ডরাই” চলচ্চিত্রে অভিনয় করার জন্য সোবিজ শিল্পে খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়াও শরিফুল বিভিন্ন টেলিভিশনে অভিনয় করেছেন (যেমন – ইনফিনিটি এবং বিলাপ)। যিনি হলেন বাংলাদেশের নামকরা অভিনেত্রী পরিমনির বর্তমান স্বামী শরিফুল রাজ।
সংক্ষিপ্ত জীবনী
পুরো নাম: শরিফুল রাজ
ডাকনাম: রেজ
জন্ম: ১৮ নভেম্বর ১৯৯১ (বয়স ৩১)
জন্মস্থান: আলমপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
পেশা: চলচ্চিত্র অভিনেতা ও র্যাম্প মডেল
কর্মজীবন: 2012- বর্তমান
বিদ্যালয়: এইডেট হাই স্কুল
কলেজ/বিশ্ববিদ্যালয়: সিলেটের মদনমোহন কলেজ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
ধর্ম: ইসলাম
জাতীয়তা: বাংলাদেশী
বাবার নাম: এম এইচ কবির
মায়ের নাম: হাসনা কবির
দাম্পত্য সঙ্গী: পরীমনি (বি. ২০২১)
সন্তান: শাহীম মুহাম্মদ রাজ্য
উচ্চতা: ৫ ফুট ১১ ইঞ্চি
ওজন: ৬৬ কেজি
চোখের রং: কালো
চুলের রং: কালো
Facebook: Sariful Razz
Instagram: Sariful Razz
জন্ম:
শরিফুল রাজ ৮ই নভেম্বর ১৯৯১ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার আলমপুর গ্রামে জন্মগ্রহণ করে। তবে বাবার চাকরির সুবাদে বড় হন সিলেটে। শরিফুল একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হল এমএইচ কবির। মায়ের নাম হল হাসনা কবির। শরিফুল এর পিতা একজন সরকারি কর্মী ছিলেন।
শিক্ষাগত যোগ্যতা
ছোট থেকেই শরিফুল পড়াশোনাতে মোটামুটি একজন ভালো ছাত্র ছিলেন। তিনি সিলেটের দি এইডেড হাই স্কুল ও মদনমোহন কলেজে পড়াশোনা করেন। ২০০৯ সালে তিনি ঢাকায় আসেন ও পরে নারায়ণগঞ্জ চলে যান। তবে পরে আবার ঢাকায় ফিরে আসেন ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শরিফুল স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
চলচ্চিত্রাঙ্গনে আসার আগে শরিফুল রাজ ২০১২ সালে র্যাম্প মডেল হিসেবে কাজ করা শুরু করেন। এছাড়া, বিজ্ঞাপনেও কাজ করেন তিনি।
২০১৬ সালে শরিফুল রাজের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম আইসক্রিম। চলচ্চিত্রটিতে তিনি নাজিফা তুশির বিপরীতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির মাধ্যমে মিনার রহমান নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন।
২০১৯ সালে শরিফুল রাজ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ন ডরাই মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি সুনেরাহ বিনতে কামালের বিপরীতে অভিনয় করেন।
তারপর তিনি পরিচালক রায়হান রাফির ‘পরান’, মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ চলচ্চিত্রে অভিনয় করেন।
ব্যক্তিগত জীবন
২০২১ সালে ১৭ অক্টোবর তিনি পরীমনিকে বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি পরীমনি নিজের গর্ভাবস্থার ব্যাপারে গণমাধ্যমকে জানানোর আগ পর্যন্ত তারা বিবাহের খবর গোপন রাখেন। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ২০২২ সালের ১০ আগস্ট তিনি পুত্রসন্তানের বাবা হোন।
পুরস্কার
২০১৯ সালে শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার পান।
চলচ্চিত্রের তালিকা
২০১৬-আইসক্রিম
২০১৯-ন ডরাই
২০২১-নেটওয়ার্কের বাইরে
২০২২-গুণিন
২০২২-হাওয়া
২০২২-দামাল
আপনার মতামত লিখুন