সাদিক আব্দুল্লাহ এর পরিচয় ও জীবনী - Sadiq Abdullah's  biography
Serniabat Sadiq Abdullah

সাদিক আব্দুল্লাহ এর পরিচয় ও জীবনী - Sadiq Abdullah's  biography

বাবার নাম:  আবুল হাসনাত আবদুল্লাহ

মায়ের নাম: সাহান আরা আবদুল্লাহ

আত্মীয়: আবদুর রব সেরনিয়াবাত (দাদা)

​সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহ (ভাই)

সেরনিয়াবাত আসিক আবদুল্লাহ (ভাই)

জন্ম: ১৯ নভেম্বর ১৯৭৪

ধর্ম: ইসলাম

জন্মস্থান: বরিশাল, বাংলাদেশ

বর্তমান বয়স: ৪৭

জাতীয়তা: বাংলাদেশী

নাগরিকত্ব: বাংলাদেশী

পেশা: ব্যবসা

দাম্পত্য সঙ্গী: লিপি আবদুল্লাহ

সন্তান: দুই পুত্র ও এক কন্যা

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল জেলার একজন রাজনীতিবিদ এবং বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র। তার পিতা আবুল হাসনাত আবদুল্লাহ এবং মাতা সাহান আরা আব্দুল্লাহ উভয়ই রাজনীতিবিদ। তার দাদা আবদুর রব সেরনিয়াবাত ছিলেন বঙ্গবন্ধুর ভগ্নীপতি ও তাঁর আমলের ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যানিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী।

ব্যক্তিগত জীবন

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি বরিশাল-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ এবং সাহান আরা আব্দুল্লাহর সন্তান। তার স্ত্রী লিপি আব্দুল্লাহ। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

রাজনৈতিক জীবন

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে ২০১৮ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন। ২০১৬ সালে বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ২০১৯ সালে সর্বশেষ সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তাসনুভা আনান শিশির এর জীবনী - Biography of Tasnuva Annan Shisir
হাফিজুর রহমান সিদ্দিকীর জীবনী - Biography of Hafizur Rahman Siddiqui
আবুল কাসেম ফজলুল হক এর জীবনী - Biography of Abul Kasem Fazlul Haque
আয়াত আলী পাটওয়ারী এর জীবনী-Biography Of ayet ali patwary
শেখ ফজলে নূর তাপস এর জীবন-Biography Of Sheikh Fazle Noor Taposh
আরজ আলী মাতুব্বর এর জীবনী-Biography of Arj Ali Matubbar
আল্লামা মামুনুল হক এর জীবনী-Biography Of Allama Mamunul Haque
জন জংকুক এর পরিচয়, জীবনী,বয়স ও জন্মদিন - John Jungkook's identity, biography, age and birthday
নির্ঝর নৈঃশব্দ্য-Biography Of nirjhor noishobdho
শাইখ সিরাজ এর বয়স, শিক্ষা ও জীবনী