
নুসরাত ফারিয়া এর জীবনী-Biography Of Nusraat Faria
নুসরাত ফারিয়া মাজহার হলেন বাংলাদেশের একজন উপস্থাপক এবং মডেল। বিজ্ঞাপনচিত্রে গ্লামারাস হিসেবে উপস্থিতি এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে তিনি পরিচিত। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
আসল নাম: নুসরাত ফারিয়া মাজহার
স্ক্রিন নাম: নুসরাত ফারিয়া
ডাকনাম: ফারিয়া
পেশা: অভিনয়, মডেল, গায়িকা, সঞ্চালক এবং রেডিও জকি
নাগরিকত্ব: বাংলাদেশি
জন্ম তারিখ: ৮ সেপ্টেম্বর ১৯৯৩ (বয়স ২৯) চট্টগ্রাম, বাংলাদেশ
শিক্ষাগত যোগ্যতা: আইন নিয়ে স্নাতক
বাবা: মাজহারুল ইসলাম
মা: ফেরদৌসী বেগম
ভাই: ফরিদ ইসলাম
বোন: মারিয়া ইসলাম
ভাষা: বাংলা
ধর্ম: ইসলাম
প্রথম সিনেমা: আশিকি (২০১৫)
ওজন: ৫০ কেজি
উচ্চতা: ৫ ফুট ৩ ইঞ্চি
চোখের রং: কালো
চুলের রং: ডার্ক ব্রাউন
নুসরাত ফারিয়ার জন্ম এবং পরিবারের তথ্য (Nusraat Faria birth and family details)
নুসরাত ফারিয়া ১৯৯৩ সালে ৪ সেপ্টেম্বর বাংলাদেশের চট্টগ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মাজহারুল ইসলাম এবং মা ফেরদৌসী বেগম। এছাড়াও তার একটি বড়ো দিদি রয়েছে যার নাম মারিয়া ইসলাম এবং একটি ভাই রয়েছে যার নাম ফরিদ ইসলাম।
নুসরাত ফারিয়ার শিক্ষা (Nusraat Faria education)
নুসরাত চট্টগ্রামে জন্মেছেন এবং বড়ো হয়েছেন। তিনি চট্টগ্রাম থেকে তার স্কুলের শিক্ষা শেষ করেন। এরপর তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ২০২১ সালে আইন নিয়ে স্নাতক পাশ করেন।
ব্যাক্তিগত জীবন
নুসরাত ফারিয়া বর্তমানে অবিবাহিত তবে তার বাগদান হয়ে আছে রনি রিয়াদ রশিদের সঙ্গে ২০২০ সালের ১ মার্চ। দীর্ঘ সাত বছরের পরিচয়ের পর তারা বাগদান সারেন। নুসরাত বাগদানের বিষয়টি ২০২০ সালের ৮ জুন সকলের সামনে আনেন।
কর্মজীবন
নুসরাত ফারিয়া মাজহার স্টাইলিশ হেয়ার অফ দা ক্যাম্পাস ২০১৪ এর গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠান উপস্থাপনা করছেন
আরজে হিসেবে কাজের মধ্য দিয়ে গণমাধ্যমে আগমন তার। আরটিভির ‘ঠিক বলছেন তো‘ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনায় আসেন নুসরাত ফারিয়া। ২০১২ সালে এনটিভির ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটি ফারিয়া সবার নজর কেড়ে নেন। ২০১৩ সালের জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি। তার উপস্থাপিত বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে আরটিভির ‘লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া’, এসএ টিভির ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’, এটিএন বাংলার ‘ট্রেন্ড’, জিটিভির ‘লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার’ এবং এনটিভির ‘স্টাইল অ্যান্ড ট্রেন্ড’, রেডিও ফুর্তিতে ‘নাইট শিফট উইথ ফারিয়া’ ইত্যাদি। এছাড়া নুসরাত ফারিয়া ‘ডোর’ নামে ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেল রিচার্জের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে কাজ করেন।
চলচ্চিত্র
অভিনেত্রী মাহিয়া মাহীর সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে, জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র প্রেমী ও প্রেমীর অভিনেত্রী হিসেবে ঘোষণা করেন। তবে প্রেমী ও প্রেমীই নুসরাত ফারিয়ার প্রথম চলচ্চিত্র নয়। ২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত মরীচিকা চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া, কিন্তু অজ্ঞাত কারণে চলচ্চিত্রটির কাজ শুরু হয়নি। বরং কিছুদিন পরে চলচ্চিত্রে নাম এবং পাত্র-পাত্রী বদল করে রেদওয়ান রনি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেন।
পুরস্কার
আশিকী- ২০১৫ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার পান শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী (চলচ্চিত্র ও টেলিভিশন) হিসেবে।
বাদশা-দ্যা ডন- ২০১৭ সালে টেলি সিনে অ্যাওয়ার্ড পান শ্রেষ্ঠ অভিনয়শিল্পী (বাংলাদেশ) হিসেবে।
বিতর্কিত
২০১৭ সালে বস ২ সিনেমার একটি গান আল্লাহ মেহরবান মুক্তি পাওয়ার পর বিতর্ক তৈরি হয় কারণ অনেকে এই গানটিকে ধর্মীয় গান বলে দাবি করেন এছাড়াও গানটিতে তাকে খোলামেলা পোশাক পড়ার জন্যও সমালোচিত হতে হয়। গানটি সরানোর জন্য প্রোডাকশন হাউসকে নোটিশ পাঠানো হয় এবং তারপর গানটি কে ইয়ারা মেহরবান নামে আপডেট করে প্রকাশ করা হয়।