নোরা ফাতেহি জীবন কাহিনী, প্রেমিক, স্বামী, পরিবার ও জীবনী - Nora Fatehi Life Story, Boyfriend, Husband, Family And Biography
নোরা ফাতেহি একজন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। তিনি এসেছেন এক মরোক্কান-কানাডিয়ান পরিবার থেকে এবং বেড়ে উঠেছেন কানাডায়। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি 'হৃদয়ে ভারতীয়' বলে নিজেকে অভিহিত করে থাকেন। রোয়ার:টাইগার্স অব দ্য সুন্দরবনস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল। তিনি তেলুগু চলচ্চিত্র টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৫ সালে তিনি বিগ বস- এ প্রতিযোগী ছিলেন এবং ৮৪ তম দিনে তিনি প্রতিযোগিতা থেকে বিদায় নেন। ২০১৬ সালে তিনি নাচবিষয়ক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান "ঝলক দিখলা যা" তে অংশ নিয়েছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
জন্ম: নোরা ফাতেহি ৬ ফেব্রুয়ারি ১৯৯২ (বয়স ৩১)টরন্টো, অন্টারিও, কানাডা
জাতীয়তা: মরক্কান-কানাডিয়ান
পেশা: নৃত্যশিল্পী,মডেল,অভিনেত্রী,গায়িকা,প্রযোজক
কর্মজীবন: ২০১৪–বর্তমান
স্কুল: ওয়েস্টভিউ সেন্টেনিয়াল সেকেন্ডারি স্কুল, টরন্টো
কলেজ/ইউনিভার্সিটি: ইয়র্ক ইউনিভার্সিটি, টরন্টো
শিক্ষাগত যোগ্যতা: কলেজ ড্রপ আউট
ধর্ম: ইসলাম
প্রথম অভিনয়: হিন্দি
রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস (2014)
মালায়ালম: ডাবল ব্যারেল (2015)
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
জন: 55 কেজি
উচ্চতা: 5 ফুট 5 ইঞ্চি
চোখের রং: বাদামি
চুলের রং: কালো
নোরা ফাতেহির প্রারম্ভিক জীবন-Nora Fatehi Early Life
নোরা ফাতেহি কানাডার অন্টারিওর টরন্টোতে ১৯৯২ সালের ৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার আসল নাম নুরা ফাথি।তার শৈশব কানাডায় কেটেছে। নোরা একটি ইসলামিক আরবি-মরোক্কান পরিবারের অন্তর্গত যার শিকড় ভারতে রয়েছে; কারণ তার মা তৃতীয় প্রজন্মের ভারতীয়। নোরার বাবা-মায়ের নাম সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। উমর নামে তার এক ছোট ভাই আছে।
নোরা ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের খুব পছন্দ করতেন। ছোটবেলা থেকেই তাকে ভিন্ন কিছু করতে হয়েছে যাতে তিনি দর্শকদের বিনোদন দিতে পারেন। ইন্টারনেটে ভিডিও দেখে স্কুলের দিন থেকেই তিনি বেলি ডান্স শিখতে শুরু করেন।
কিছু সময় পরে তিনি মডেলিং শুরু করেন এবং অরেঞ্জ মডেল ম্যানেজমেন্ট, একটি মডেল এবং প্রতিভা সংস্থার জন্য তার মডেলিং চুক্তিতে স্বাক্ষর করেন।
নোরা ফাতেহির শিক্ষাজীবন – Nora Fatehi Education Life
নোরা ওয়েস্টভিউ সেন্টেনিয়াল সেকেন্ডারি স্কুল, টরন্টো থেকে তার প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর, আরও পড়াশোনার জন্য এবং স্নাতক শেষ করার জন্য, তিনি ইয়র্ক ইউনিভার্সিটি, টরন্টোতে ভর্তি হন কিন্তু কিছু কারণে তিনি তার পড়াশোনা শেষ করতে পারেননি এবং মাঝখানে কলেজটি ছেড়ে দেন।
তিনি পড়াশোনায় যেমন মেধাবী ছিলেন তেমনি পারফর্মিং আর্টেও মেধাবী ছিলেন। তিনি তার স্কুলে মঞ্চে অভিনয় করতেন।
নোরা ফাতেহি এর বয়ফ্রেন্ড – Nora Fatehi Boyfriend
তিনি এখনও অবিবাহিত এবং তার প্রাক্তন প্রেমিকের নাম অঙ্গদ বেদী যিনি একজন ভারতীয় অভিনেতা। অঙ্গদের সাথে ডেটিং করার আগে, তিনি বারিন্দর ঘুমান (একজন বডি বিল্ডার) এবং প্রিন্স নারুলার সাথে সম্পর্কে ছিলেন, যিনি একজন অভিনেতা এবং টেলিভিশন ব্যক্তিত্ব।
অঙ্গদ এবং নোরা ফাতেহির বিচ্ছেদের কারণ ছিল নেহা ধুপিয়া যিনি অঙ্গদ এবং নোরা বিয়ে করার আগেই অঙ্গদের সন্তানের মা হয়েছিলেন এবং অঙ্গদ যখন নোরাকে ডেট করছিলেন তখন তিনি গর্ভবতী ছিলেন। নেহার প্রি-ওয়েডিং মা হওয়ার খবর মিডিয়ায় আসার আগেই অঙ্গদ নোরাকে ছেড়ে তৎক্ষণাৎ নেহা ধুপিয়াকে বিয়ে করেন।
নোরা ফাতেহি এর ক্যারিয়ার – Nora Fatehi Career
বলিউড চলচ্চিত্র রোয়ার: দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস-এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। এরপর তিনি পুরী জগন্নাথের তেলুগু চলচ্চিত্র টেম্পার এ একটি আইটেম গানে পারফর্ম করেন। তিনি ইমরান হাশমি অভিনীত ২০১৫ সালের চলচ্চিত্র মি. এক্স এ বিশেষ ভূমিকায় অভিনয় করেন।
এরপর তিনি বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করেন।
২০১৫ সালের জুনে তিনি তেলুগু চলচ্চিত্র শের এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। ২০১৫ সালের আগস্টে তিনি আরেকটি তেলুগু চলচ্চিত্র লোফার-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। সে বছরের নভেম্বরে তিনি উপ্রি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। তিনি ২০১৫ সালের ডিসেম্বর 'ওয়াইল্ড কার্ড' নিয়ে বিগ বস-এর প্রতিযোগী হিসেবে নাম লেখান। তিনি প্রতিযোগিতায় ৩ সপ্তাহ টিকে ছিলেন। তিনি ২০১৬ সালের ঝলক দিখলা যা র অন্যতম প্রতিযোগী ছিলেন। ২০১৬ সালে তিনি মাই বার্থডে সং শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি টি সিরিজের সাথে কোম্পানিটির আসন্ন চলচ্চিত্র, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ ও ওয়েব মুভিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।
নোরা ফাতেহির মাতৃভাষা ইংরেজি হলেও তিনি আরবি, হিন্দি, ও ফরাসি ভাষায় কথা বলতে পারেন।
নোরা ফাতেহিকে নিয়ে বিতর্ক (Nora Fatehi controversy)
2021 সালের 14 অক্টোবর তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) কন আর্টিস্ট সুকেশ চন্দ্রশেখর এবং তার স্ত্রী অভিনেত্রী লীনা মারিয়া পলের বিরুদ্ধে 200 কোটি টাকার মানি লন্ডারিং কেসের সাথে কানেকশন থাকার জন্য তলব করেন। 2022 সালের সেপ্টেম্বর মাসে দিল্লী পুলিশ ইকোনমিক অফেন্স উইং (EOW) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এই কেসের জন্য তাকে দ্বিতীয় বার তলব করে এবং জিজ্ঞাসা করে মানি লন্ডারিং কেসের সাথে তার কানেকশন সম্পর্কে।
তিনি 2022 সালের ডিসেম্বর মাসে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন কারন জ্যাকলিন তার ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করেছিলেন।