হুলিয়ান আলভারেস এর জন্ম,বয়স ও জীবনী - Julian Alvares Birth, Age and Biography
Julián Álvarez Argentine footballer

হুলিয়ান আলভারেস এর জন্ম,বয়স ও জীবনী - Julian Alvares Birth, Age and Biography

হুলিয়ান আলভারেস (স্পেনীয়: Julián Álvarez; ) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। হুলিয়ান আলভারেস ২০০০ সালের ৩১শে জানুয়ারি তারিখে আর্জেন্টিনার কোর্দোবা প্রদেশে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

আর্জেন্টিনীয় ফুটবল ক্লাব আতলেতিকো কালচিনের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আলভারেস ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে রিভার প্লেতের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৮–১৯ মৌসুমে, আর্জেন্টিনীয় ক্লাব রিভার প্লেতের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; রিভার প্লেতের হয়ে চার মৌসুমে ৫৭ ম্যাচে ২৩টি গোল করার পর ২০২১–২২ মৌসুমে তিনি প্রায় ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছেন।

২০১৯ সালে, আলভারেস আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৯ ম্যাচে ৭টি গোল করেছেন। তিনি আর্জেন্টিনার হয়ে ২০২১ কোপা আমেরিকা এবং ২০২২ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, উভয় প্রতিযোগিতায়ই তিনি লিওনেল স্কালোনির অধীনে শিরোপা জয়লাভ করেছেন।

তথ্যসূত্র: উইকিপিডিয়া
ডিজে সনিকা এর বয়স, শিক্ষা ও জীবনী - - DJ Sonika Age, Education and Biography
ফারহান ইশরাক এর জীবনী-Biography Of Farhan Ishraq
বাপ্পি চৌধুরী-Biography Of Bappy Chowdhury
ইউসুফ ইসলাম এর জীবনী - Biography of Yusuf Islam Cat Stevens
জীবনানন্দ দাশ
মাওলানা মাজহারুল ইসলাম মাজহারী এর জীবনী - Biography of Maulana Mazharul Islam Mazhari
আবুল মাল আবদুল মুহিত এর জীবনী- Biography Of Abul Maal Abdul Muhith
সাংবাদিক তাসনিম খলিল- Biography Of Tasneem Khalil
আইনুদ্দীন আল-আজাদ (রহঃ) এর জীবনী-Biography of Ainuddin Al-Azad (RA)
আনোয়ার সাদাত এর জীবনী - Biography of Anwar Sadat